এইদিন বিনোদন ডেস্ক,১৩ জুন : বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী, ব্যবসায়ী সঞ্জয় কাপুর, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। সঞ্জয় এবং কারিশমার দুই সন্তান এবং তার দ্বিতীয় স্ত্রী প্রিয়ার এক সন্তান রয়েছে। অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর সঞ্জয় টুইট করে শোক প্রকাশ করেন। কয়েক ঘন্টা পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।
সঞ্জয় ইংল্যান্ডে যখন পোলো খেলছিলেন,এই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু সুহেল শেঠ।
সঞ্জয় কাপুর টুইট করেছেন,’আহমেদাবাদ বিমান দুর্ঘটনা দুঃসংবাদ। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি আমার সমবেদনা। এই কঠিন সময়ে তাদের পরিবার যেন শক্তি পায় ।’ আর এই টুইটের পরেই তার মৃত্যু হয় । সঞ্জয় কাপুর অনেক ব্যবসার সাথে জড়িত। তিনি সোনা কমস্টার কোম্পানির চেয়ারম্যান ।।

