এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১২ সেপ্টেম্বর : ‘ব্রহ্মাস্ত্র’-এর আশ্চর্যজনক বক্স অফিস সংগ্রহ নিয়ে ছবিটির নির্মাতারা যখন উচ্ছ্বাস প্রকাশ করছেন, অন্যদিকে তখন ছবিটির ঘোষিত সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত(Kangana Ranaut) । এনিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় লেখালিখিও করছেন অভিনেত্রী । ব্রহ্মাস্ত্র টিমের বিরুদ্ধে চালাকি অবলম্বন করারা অভিযোগ তুলে বলেছেন,তিনি তিনি ব্যক্তিগতভাবে সহ-প্রযোজক করণ জোহরের (Karan Johar) সাক্ষাৎকার নিতে চান এবং এর পিছনের গণিতটি বুঝতে চান ।
চারশ কোটি টাকা বাজেটের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি গত ৯ সেপ্টেম্বর সিনেমা ঘরে মুক্তি পেয়েছে । কিন্তু তার বহু আগে থেকেই ছবির সহ-প্রযোজক করণ জোহর, অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা রনবীর কাপুরের উপর ক্ষুব্ধ মানুষ ছবিটি বয়কট করার কথা ঘোষণা করেছেন । সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বয়কট ব্রহ্মাস্ত্র ট্রেন্ডও চলছে । বয়কটকারীরা যখন ছবিটি অসফল হওয়ার কথা বলছে,অন্যদিকে ব্রহ্মাস্ত্র টিমের পক্ষ থেকে এর অভাবনীয় সাফল্যের কথা বলা হচ্ছে । এক শ্রেণীর মিডিয়াতে এই সাফল্যের কথা ফলাও করে ছাপা হচ্ছে ।
কিন্তু কঙ্গনা রানাউত সোমবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরীতে ছবিটির সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করে লিখেছেন,’আমি করণ জোহরের সাক্ষাৎকার নিতে চাই এবং বুঝতে চাই কেন তিনি ব্রহ্মাস্ত্রের মোট সংগ্রহ ঘোষণা করছেন এবং নেট সংগ্রহ নয় ? তাঁর কিসের হতাশা ?’
তিনি আরও লিখেছেন,’তাঁরা যে নেট সংগ্রহের কথা ঘোষণা করেছেন,সেটি আমি বিশ্বাস করিনা । তাঁদের মতে ছবিটির দুই দিনের জন্য ভারতে নেট সংগ্রহের পরিমাণ ৬০ কোটি টাকা । যদিও এটি বিশ্বাসও করে নেওয়া হয়, তাহলে ৬৫০ কোটি টাকা বাজেটের ছবিটিকে কিসের ভিত্তিতে সফল বলা হচ্ছে ?’
তিনি ছবিটির সহ-প্রযোজকের কাছে ব্যাখ্যা চেয়েছেন,’জোহরজি অনুগ্রহ করে আমাদের এই বিষয়ে আলোকিত করুন । কারণ এটা ভেবে আমার ভয় লাগছে যে, মুভি মাফিয়াদের জন্য প্রকৃতির ভিন্ন নিয়ম এবং আমাদের মতো সাধারণ মানুষদের জন্য নিয়ম আলাদা আলাদা । তাই আপনার মতো সুবিধা ভোগীদের জন্য আলাদা গণিত এবং আমাদের মতো সুবিধাব ঞ্চিতদের জন্য গণিত আলাদা । দয়া করে আমাদের এই বিষয়ে আলোকিত করুন ।’।