এইদিন বিনোদন ডেস্ক,০১ নভেম্বর : কেরালা নাকি “চরম দারিদ্র্য” থেকে মুক্ত রাজ্য! শুধুমাত্র এই ঘোষণা করার জন্য সিপিএম সরকার ঢাকঢোল পেটাতে একটা অনুষ্ঠানের আয়োজন করছে আজ । কিন্তু বিরোধীরা বলছে যে “চরম দারিদ্র্যমুক্ত” ঘোষণা হলে তা রাজ্যবাসীর সঙ্গে প্রতারণার সামিল হবে। কারন তাদের কথায় কেরালা এখনো দারিদ্র থেকে মুক্তই হয়নি । তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে তিরুবনন্তপুরমে আয়োজিত এই অনুষ্ঠানে অভিনেতা কমল হাসান এবং মোহনলালকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল । কিন্তু এই দুই প্রখ্যাত অভিনেতাই ওই অনুষ্ঠান এড়িয়ে গেছেন । সরকারকে জানানো হয়েছে যে কমল হাসান এবং মোহনলাল যথাক্রমে চেন্নাই এবং দুবাইতে কিছু অনুষ্ঠানে যোগ দিতে হবে বলে তারা যোগ দিতে পারবেন না । নিজেদের মুখ রক্ষা করতে কোনো রকমে অভিনেতা মামুত্তি-কে রাজি করতে সক্ষম হয়েছে পিনারাই বিজয়ন সরকার । আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানে মামুত্তি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিরুবনন্তপুরমে পৌঁছানো মামুত্তিকে স্বাগত জানান মন্ত্রী ভি. শিবানকুট্টি।
জানা গেছে,চরম দারিদ্র্যমুক্ত ঘোষণা অনুষ্ঠানের খরচ ছিল ১.৫ কোটি টাকা। আশ্রয় নির্মাণের জন্য ৫২.৮ কোটি টাকা থেকে অর্থ সরিয়ে এই খরচ জোটাচ্ছে সিপিএম সরকার । স্থানীয় সরকার বিভাগ ২৬ অক্টোবর এই বিষয়ে একটি আদেশ জারি করে। এর ফলে,দরিদ্রদের আবাসন নির্মাণের তহবিল ৫১.৩০ কোটি টাকায় নামিয়ে আনা হবে। স্থানীয় সরকার বিভাগের প্রধান পরিচালকের অনুরোধে ২৫ তারিখে অনুষ্ঠিত একটি বিশেষ কর্মী গোষ্ঠীর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে ।
এদিকে, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেরালাকে চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণাকে বিধানসভায় একটি গর্বের মুহূর্ত বলে ব্যাখ্যা করেছেন । বিরোধীরা বিধানসভা বয়কট করে, এই ঘোষণাকে প্রতারণা বলে অভিযোগ করে। মুখ্যমন্ত্রী জবাব দেন যে বিরোধীরা নিজেদের অভ্যাসের কারণে এটি প্রতারণা বলছে। বিরোধীরা বিধানসভা অধিবেশন বয়কট করে। বিরোধী দল ভি.ডি. সতীসন বলেন যে, চরম দরিদ্র মানুষ নেই এমন দাবি সম্পূর্ণ প্রতারণা। ভি.ডি. সতীসন বলেন যে, এটি নির্ভেজাল মিথ্যা কথা এবং সরকার বিধানসভা অধিবেশনকে প্রহসনে পরিণত করেছে। বিধানসভা বয়কটকারী বিরোধীরা বিধানসভার প্রবেশপথে বসে প্রতিবাদ জানায়।।

