এইদিন বিনোদন ডেস্ক,২২ জুন : ভক্তদের দুঃসংবাদ শোনালেন বলিউড অভিনেতা সালমান খান ৷ মস্তিষ্কের একাধিক জটিল রোগে আক্রান্ত এই তারকা। শারীরিকভাবে যে তিনি দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করে কাজ করছেন, সেই কথা জানালেন নিজ মুখেই। সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়া কাপিল শো’-তে হাজির হয়ে সালমান খান নিজের অসুস্থতার কথা তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম এবং এভি (আর্বোভেনাস) ম্যালফরমেশন-এর মতো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন।
সালমান বলেন, ‘প্রতিদিন হাড় ভাঙছে, পেশী ছিঁড়ে যাচ্ছে। এদিক থেকে আমি ভীষণ দুর্বল। তবুও ট্রাইগেমিনাল নিউরালজিয়ার মতো রোগ নিয়ে শুটিং করেছি। মস্তিষ্কে রয়েছে অ্যানিউরিজম। পাশাপাশি রয়েছে এভি ম্যালফরমেশনও। এই রোগগুলো নিয়েই নিয়মিত কাজ করে যাচ্ছি।’
জানা যায়, সালমান খান যে রোগের কথা বলেছেন তার একটি ট্রাইগেমিনাল নিউরালজিয়া। এটি মস্তিষ্কের স্নায়ুজনিত এক কঠিন ব্যাধি। এই রোগে মুখের বিভিন্ন অংশে হঠাৎ হঠাৎ তীব্র বিদ্যুৎ চমকের মতো ব্যথা হয়। চিকিৎসকরা একে ‘সুইসাইড ডিজিজ’ বলেও উল্লেখ করেন। কারণ, এই অসহনীয় ব্যথা থেকে মুক্তি পেতে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। অন্যটি ‘ব্রেইন অ্যানিউরিজ’। মস্তিষ্কে কোনো শিরা বা ধমনী অস্বাভাবিকভাবে ফুলে গেলে তাকে বলা হয় অ্যানিউরিজম। এটি ফেটে গেলে হতে পারে প্রাণঘাতী স্ট্রোক, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, এভি ম্যালফরমেশন রোগের কারণে শিরা ও ধমনীর মধ্যে সংযোগ বিভ্রান্তি তৈরি হয়, যার ফলে রক্ত চলাচলে সমস্যা হয় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা থাকে। নিজের এই রোগের কথা আগেও জানিয়েছিলেন সালমান। ২০১৭ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, দীর্ঘদিন ধরেই ট্রাইগেমিনাল নিউরালজিয়ায় ভুগছেন। ভাইজান বলেছিলেন, ‘এই রোগের ব্যথা এমনই যে অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। আমি ভাগ্যবান, কারণ চিকিৎসা ও শক্ত মনোবল দিয়ে এখনও লড়ে যাচ্ছি।’
সম্প্রতি এই শারীরিক জটিলতার কারণে সালমান খান কিছু সিনেমার প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। এমনকি কিছু সিনেমার শুটিং সময়মতো শুরু না হওয়ার কারণ হিসেবেও তাঁর শারীরিক অবস্থা আলোচনায় এসেছে।।

