এইদিন বিনোদন ডেস্ক,০২ মে : কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীকে “সাহসী-সৎ ও চিত্তাকর্ষক” নেতা বললেন অভিনেতা সঈফ আলি খান । টিভি চ্যানেল আজ তকের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা । সেই সময় সঈফ আলি খানকে অনুষ্ঠানের সঞ্চালক রাহুল কানওয়াল প্রশ্ন করেন,’আপনার কেমন রাজনীতিবিদ পছন্দ? আমার বিকল্প হল নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, কেজরিওয়াল ।’
উত্তরে অভিনেতা বলেন,’আমি একজন সাহসী রাজনীতিবিদ, একজন সৎ রাজনীতিবিদ পছন্দ করি। আমার মনে হয় রাহুল গান্ধী যা করেছেন তা খুবই চিত্তাকর্ষক। মানুষ রাহুল গান্ধীকে অপছন্দ করছিল, কিন্তু তিনি নিজেকে পরিবর্তন করে নিয়েছেন। এটা খুবই চিত্তাকর্ষক ।’
প্রসঙ্গত, কংগ্রেসের প্রতি দেশের মুসলিমদের দুর্বলতা প্রমানিত সত্য । মুসলিম সম্প্রদায়ের মধ্যে বৃহত্তর অংশ এখনো কংগ্রেসের ভোটব্যাংক । রাজ্য বিশেষে কংগ্রেসের সমমনস্ক দল বা বামপন্থীদের সমর্থনে ভোট দেয় মুসলিম সম্প্রদায়ের লোকজন । তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির কট্টর বিরোধী । বিগত লোকসভা নির্বাচনে দেশের বিভিন্ন রাজ্যে তারই প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল । বিজেপির বিরুদ্ধে প্রায় একশ শতাংশ ভোট দিয়েছিল মুসলিম সম্প্রদায় । এমনকি উত্তরপ্রদেশের কিছু জায়গায় বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্যরাও সমাজবাদী পার্টি ও কংগ্রেসে ভোট দিয়েছিল বলে জানতে পারা যায় । যে কারনে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন । নিজের সম্প্রদায়ের এই মানসিকতার প্রতিফলন দেখা গেল অভিনেতা সঈফ আলি খানের মধ্যেও ।।