এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৮ মার্চ : প্রাক্তন স্ত্রী অঞ্জনা পান্ডে ওরফে আলিয়া জয়নাব সিদ্দিকী এবং ভাই শামসুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী । অভিনেতার অভিযোগ,স্ত্রী ও ভাই মিলে তার ব্যক্তিগত খ্যাতি নষ্ট করেছে এবং দু’জনে মিলে বহু কোটি টাকার আর্থিক অনিয়মও করেছে। সিদ্দিকীর দায়ের করা অঞ্জনা পান্ডের বিরুদ্ধে একটি রিট পিটিশন হাইকোর্টে ইতিমধ্যে বিচারাধীন রয়েছে । মামলাটি নওয়াজউদ্দিন ও অঞ্জনার সন্তানদের বিষয়ে । আগামী ৩০ মার্চ বিচারপতি রিয়াজ ছাগলা মানহানির মামলার শুনানি করবেন ।
নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিযোগ,স্ত্রী আলিয়া এবং ভাই শামসুদ্দিন মিলে মিথ্যা অভিযোগ তুলে তার ব্যক্তিগত খ্যাতি নষ্ট করেছে । প্রায় বারো বছর আগে নওয়াজউদ্দিন তার ভাইকে তার ব্যক্তিগত ব্যবস্থাপক হিসাবে নিয়োগ করেছিলেন। নওয়াজউদ্দিন আদালতে দাখিল করা হলফনামায় বলেছেন যে তারপর থেকে তার ভাই অনেক আর্থিক অনিয়ম করেছেন এবং অবৈধভাবে সম্পদ অর্জন করেছে । তার আরও অভিযোগ,স্ত্রী অঞ্জনা পান্ডের সহায়তায় তার ভাই শামসুদ্দিন প্রায় ৩০ কোটি টাকার জালিয়াতি করেছেন। তিনি সেই টাকা ফেরতের নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান নওয়াজউদ্দিন ।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে প্রাক্তন স্ত্রী আলিয়া ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর মধ্যে বিবাহবিচ্ছেদ ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। দু’জনেই ইতিমধ্যে একাধিকবার একে অপরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন । এবার এই মামলা আদালত পর্যন্ত গড়ালো । তবে অঞ্জনা পান্ডের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী মিডিয়ার কাছে জানিয়েছেন, উভয়পক্ষের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলছে ।।