এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বলিউড সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । তিনি কলকাতার বেলগাছিয়ার ভোটার । ভোট দিয়ে বেড়িয়ে এসে মিঠুন চক্রবর্তী বলেন,’লোকেরা বলছিল আগে ভোট দেওয়ার জন্য । কিন্তু আমি রাজি হইনি । প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে আমি ভোট দিয়েছি,আপনারা দেখেছেন ।’ তিনি আরও বলেন,’দলের কেন্দ্রীয় কমিটির বসেরা আমাকে ৩০ তারিখ পর্যন্ত দায়িত্ব দিয়েছিল। আমি একজন বিজেপি ক্যাডার, আমি সেই দায়িত্ব পালন করেছি । আজকের পর থেকে ফের আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকছি, কারণ পেট চালাতে হবে, তাই রাজনীতির আর কোন কথা বলব না ।’ মিঠুন চক্রবর্তীকে ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে নির্বাচনী বিধনিষেধ চলছে । তাই তিনি এমন কিছু বলবেন না যাতে মনে হয় যে তিনি ভোটারদের প্রবাবিত করছেন ।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজ সপ্তম তথা শেষ দফার ভোট হচ্ছে উত্তরপ্রদেশ,হিমাচল প্রদেশ,বিহার, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ মিলে দেশের ৫৭ টি আসনে । এরাজ্যের বসিরহাট,বারাসত, ডায়মন্ড হারবার, জয়নগর,দমদম,যাদবপুর,কলকাতা উত্তর ও দক্ষিণ, মথুরাপুরসহ ৯ নটি আসনে ভোট হচ্ছে। মোট ৯০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । হেভি ওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন বিজেপির : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কঙ্গনা রানাউত,রবি শংকর প্রসাদ, নিশিকান্ত দুবে, রবনিত সিং বিট্টু । কংগ্রেসের মনিশ তিওয়ারি, চিরঞ্জিত সিং চান্নি । শিরোমনি আকালী দলের হরসিমরাত কৌর বাদল, আরজেডির মিসা ভারতী, তৃণমুল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি প্রমুখ ।
সকাল ৯টা পর্যন্ত প্রথম দু’ঘণ্টায় দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ১১.৩১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে (১৪.৩৫ শতাংশ)। তার পরই রয়েছে উত্তরপ্রদেশ (১২.৯৪)। এ ছাড়াও পশ্চিমবঙ্গে ১২.৬৩ শতাংশ, চণ্ডীগড়ে ১১.৬৪ শতাংশ, বিহারে ১০.৫৮ শতাংশ, পঞ্জাবে ৯.৬৪ শতাংশ এবং ওড়িশায় ৭.৬৯ শতাংশ ভোট পড়েছে পড়ল । পশ্চিমবঙ্গের বসিরহাটের সবথেকে বেশি ভোট পড়েছে । এখানে ভোটদানের হার ১৫.৬৬ শতাংশ । কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে ভোটদানের হার সবথেকে কম। সকাল ৯টা পর্যন্ত উত্তর কলকাতায় ১০ শতাংশও ভোট পড়েনি । পাশাপাশি সকাল ৯ টা এরাজ্যে পর্যন্ত মোট ৭১৫ টি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে। তার মধ্যে বিজেপির ২৫ টি, সিপিএম ৪৬ টি এবং কংগ্রেস ৬ টি অভিযোগ জানিয়েছে।।