এইদিন বিনোদন ডেস্ক,০১ নভেম্বর : মুম্বাই মাদক মামলায় এজাজ খানের ঝামেলা শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুল্ক বিভাগ এজাজ খানের অফিসে অভিযান চালিয়ে এজাজ খানের স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এজাজ খানের স্ত্রী ফলন গুলিওয়ালাকে যোগেশ্বরীতে তার বাড়িতে অভিযান চালিয়ে কাস্টমস পুলিশ গ্রেপ্তার করেছে। অক্টোবরে, শুল্ক বিভাগ ভিরা দেশাই রোডে অভিনেতার অফিসে হানা দেয়। ওই দিন ৩৫ লাখ টাকা মূল্যের ১০ গ্রাম এমডিএমএ বাজেয়াপ্ত করে পুলিশ। পরে পুলিশ খবর পায়, ফালন গুলিওয়ালাও মাদক মামলায় জড়িত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার যোগেশ্বরীর ফলন গুলিভালি ফ্ল্যাটে অভিযান চালায় কাস্টমস বিভাগ। পুলিশ সেখান থেকে ১৩০ গ্রাম গাঁজা ও অন্যান্য নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে ।
২০২১ সালে, এজাজ খানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো একটি মাদক মামলায় গ্রেপ্তার করেছিল। যদিও পরে তিনি জামিনে মুক্তি পান। এজাজ, যিনি সম্প্রতি মুম্বাইয়ের ভারসোভা থেকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শোচনীয়ভাবে হেরেছিলেন। তিনি পেয়েছেন মাত্র ১৩৯ ভোট।এজাজ নাগিনা এমপি চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু অল্প ভোট পাওয়ায় এজাজ খান অপমানিত হন। সোশ্যাল মিডিয়ায় এজাজ খানের ৫৬ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। কিন্তু তাতে তাদের কোনো লাভ হয়নি।।