এইদিন বিনোদন ডেস্ক,২০ আগস্ট : আমির খানের ছবি ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের ভূমিকায় অভিনয় করা অচ্যুত পোটদার ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি । সোমবার (১৮ আগস্ট ২০২৫), এই অভিনেতা থানের একটি হাসপাতালে মারা যান । ছবিটিতে তাঁর ‘আখির কেহনা কেয়া চাহতে হো’ সংলাপ ভাইরাল হয়েছিল, যা এখনও সোশ্যাল মিডিয়ায় মিমের অংশ হয়ে উঠেছে ।
মূলত মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা অচ্যুত পোটদার ভারতীয় সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন । সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি ২৫ বছর ধরে ইন্ডিয়ান অয়েলে কাজ করেছেন । এরপর তিনি অভিনয় জগতে প্রবেশ করেন । তারপর ৪৪ বছর বয়সে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত হন । চার দশকের অধিক সময় ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন ।
তিনি হিন্দি ও মারাঠি সিনেমায় ১২৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন। এছাড়াও, তাকে ‘ভারত এক খোঁজ’, ‘আগলে জনম মোহে বিটিয়া হি কিজোর’ মতো অনেক ধারাবাহিকেও দেখা গেছে। তিনি ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের ভূমিকার অনবদ্য অভিনয় প্রতিভার জন্য ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা ।।