একদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৫ জুলাই : টিউশন পড়ে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার হল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী । বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায় । ছাত্রীকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এনআরএস ভর্তি করা হয় । এই ঘটনায় ছাত্রীর পরিবারের তরফ থেকে একই পাড়ার বাসিন্দা অচিন্ত্য শিকারীর নামে এক যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে । এই ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন আক্রান্ত ছাত্রীর পরিবারের লোকজন । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক । তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,বুধবার সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরছিল ঘূর্ণির বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী । কিছুটা পথ আসার পর সে বুঝতে পারে কেউ তার পিছু নিয়েছে । পিছু ফিরে দেখতেই সে অচিন্ত্য শিকারীকে দেখতে পায় । এরপর সে আতঙ্কে চিৎকার করতে করতে ছুটতে শুরু করে । কিছুটা ছুটে যাওয়ার পরই স্থানীয় একটি ক্লাবঘরের কাছে চলে আসে ছাত্রীটি । সেই সময় ক্লাবে বসে কয়েকজন গল্পগুজব করছিলেন । ছাত্রীটি দৌড়ে ওই ক্লাবঘরের মধ্যে ঢুকে পড়ে । তার পিছু পিছু ঢুকে পড়ে অচিন্ত্য । তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক ছাত্রীর চুলের মুঠি ধরে তার মুখে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ । ক্লাবের লোকজন বাঁচাতে গেলে তাঁদের কয়েকজনের শরীর অ্যাসিড লেগে পুড়ে যায় । এরপর সকলের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে অ্যাসিড দগ্ধ ছাত্রীসহ বাকিদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে । ছাত্রীটির অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
এনআরএসে নিয়ে আসার প্রথম দিকে দেখতে না পেলেও বর্তমানে সে দেখতে পাচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা । এদিকে ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা । দোষী যুবককের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ।।