দিব্যেন্দু রায়,গুসকরা(পূর্ব বর্ধমান),১৭ এপ্রিল : মালিকের গোয়াল থেকে বেড়িয়ে স্থানীয় একটি সাবান কারখানার কাছে গিয়ে চড়ছিল একটি অন্তঃসত্ত্বা গাভী । সেই সময় কেউ ওই গাভীর উপর কেউ আ্যসিড হামলা চালায় বলে অভিযোগ । এদিকে গায়ে আ্যসিড পড়তেই তীব্র জ্বালা যন্ত্রণায় চিৎকার করতে করতে ফের গোয়ালে ফিরে আসে গরুটি । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া সুভাষপল্লি এলাকার । গরুর মালিক দীপক ঢালি প্রথমে তাঁর পোষ্যকে স্থানীয় পশু হাসপাতালে চিকিৎসা করান । পরে এনিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে গুসকরা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ গৃহপালিত পশুর ওপর হামলা ও সম্পত্তি নষ্ট করার অভিযোগসহ একাধিক ধারায় মামলা রজু করেছে । পুলিশ জানিয়েছে,অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে ।
দীপকবাবু জানিয়েছেন, তাঁর ওই গাভিটি পাঁচমাসের অন্তঃসত্ত্বা । ঘটনাটি ঘটে গত মঙ্গলবার । ওইদিন সকালে গোয়ালেই বাঁধা ছিল গরুটি । কোনওভাবে দড়ি খুলে সে পালিয়ে যায় । তারপর গোরুটি আলুটিলা মাঠপাড়ায় একটি সাবান কারখানার পিছনদিকে চড়ছিল বলে জানতে পারা গেছে । কিছুক্ষণ পর সেখান থেকেই গোরুটি চিৎকার করতে করতে ছুটে বাড়ি চলে আসে । তারপর গরুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান গরুটির গায়ে আ্যসিড ছোড়া হয়েছে ।
জানা গেছে,বর্তমানে গরুটির চিকিৎসা চলছে । তার অবস্থা আশঙ্কাজনক । অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গরুর মালিক ও এলাকার পশুপ্রেমীরা ।।