এইদিন ওয়েবডেস্ক,লাসভেগাস,০৫ জানুয়ারী : জামিন না দেওয়ায় এজলাসে মহিলা বিচারকের উপর হামলা চালালো চুরির দায়ে অভিযুক্ত এক আসামি । বুধবার (৩ জানুয়ারি ২০২৪) এই ঘটনাটি ঘটেছে আমেরিকার লাসভেগাসে । পরে আদালতে উপস্থিত আইনজীবীরা দ্রুত ছুটে গিয়ে হামলাকারীকে ধরে বেদম কিল-চড়-ঘুঁসি মারে । এই ঘটনায় বিচারক এবং বিচারককে বাঁচাতে গিয়ে এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছে । তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,দিউব্রা রেডেন (৩০) নামে ওই আসামির বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল । পুলিশ তাকে গ্রেফতার করে বুধবার আদালতে তুলেছিল । আসামি পক্ষের আইনজীবী তার মক্কেলের জামিনের জন্য আদালতে আবেদন জানায় । কিন্তু বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় । একথা শোনার পর পরই দিউব্রা রেডেন দৌড়ে এসে লাফ দিয়ে এজলাসে ঢুকে পড়ে এবং বিচারককে আসন থেকে নিচে ফেলে উপর্যুপুরি কিল-ঘুষি মারতে থাকে । তখন এজলাসে উপস্থিত অন্যরা ছুটে গিয়ে থামাতে চাইলেও দিউব্রাকে কিছুতেই বাগে আনতে পারেনি । শেষে সবাই মিলে তাকে পালটা কিল-চড়-ঘুষি মারতে থাকে ।
পরে পুলিশ দিউব্রাকে আটক করে এবং তার বিরুদ্ধে হামলাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
জানা যায়,চুরির চেষ্টার অভিযোগে দিউব্রাকে ২০১৫ সালে ১৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া মারামারির জন্য ২০২১ সালেও আরেক দফা কারাদণ্ডের সাজা ভোগ করতে হয় তাকে । সম্প্রতি সে জেল থাকে ছাড়া পেয়ে ফের চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় ।।