দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ জুন : পূর্ব আক্রোশের জেরে বধূকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ভাতার থানার বড়পোশলা গ্রামের বাসিন্দা অজয় মণ্ডল(৩৪) নামে ওই যুবককে সোমবার রাতে এলাকা থেকে গ্রেফতার করা হয় । ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রজু করে মঙ্গলবার বর্ধমান আদালতে পাঠায় পুলিশ । অন্যদিকে রূপা মাজি নামে আক্রান্ত বধূ বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
জানা গেছে,বড়পোশলা গ্রামের বাসিন্দা অজয় মণ্ডলদের বাড়ি পাশেই বাড়ি রূপা মাজিদের । রূপা মাজির স্বামী প্রশান্তবাবুর সঙ্গে অজয়ের আগে খুব ভালো সম্পর্ক ছিল । কিন্তু কোনো কারনে দু’জনের সম্পর্ক খারাপ হয়ে যায় । এনিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল । তারই জেরে রবিবার রাতে প্রশান্তবাবুদের বাড়িতে ঢুকে তার স্ত্রী রূপাদেবীকে একটা ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অজয় । রূপাদেবীর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায় । এরপর ওই বধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে আনা হয় । সেখান থেকে তাকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয় । পরে আক্রান্ত বধূর স্বামী এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে হামলাকারী যুবককে গ্রেফতার করে পুলিশ ।।