প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ এপ্রিল : বিজেপির পোলিং স্বামীকে মারধর করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল আউশগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নবকুমার ঘোষ । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার দিগনগরের ঘোষপাড়ায় । শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । শনিবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে । ভারপ্রাপ্ত সিজেএম ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ সুত্রে জানা গেছে, আউশগ্রামের দিগনগরের ভাটগোন্না পাড়ার বাসিন্দা লম্বুধর পাল নামে জনৈক এক গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে নবকুমার ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ । লম্বুধরবাবুর অভিযোগ, শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ তিনি যখন বাজারে যাচ্ছিলেন সেই সময় গ্রামের দুর্গামন্দিরের কাছে ২০-২৫ জন লাঠি, টাঙি বল্লম নিয়ে তাঁর পথ আটকায় । তাঁর স্ত্রী কেন বিজেপির এজেন্ট হয়েছিলেন তা তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় । এই আচরণের প্রতিবাদ করায় মারধরের পাশাপাশি ওই দলটি তাঁর মোবাইল, সোনার চেন ও আড়াই হাজার টাকা কেড়ে নেয় বলে অভিযোগ লম্বুধরবাবুর ।
ঘটনার দিনেই আক্রান্ত ব্যক্তি আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে ।।