এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৪ অক্টোবর : সালমান খানকে হুমকি দিয়ে ৫ কোটি টাকা দাবি করা অভিযুক্ত ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের ওয়ারলি থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রবি কেতকর জানিয়েছেন, অভিযুক্ত জামশেদপুরের আজাদ নগর এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী শেখ হুসেন শেখ মহসিন, একজন সবজি বিক্রেতা । গত সপ্তাহে তিনি মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে একটি বার্তা পাঠিয়ে সালমান খানের কাছে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। হুমকি দেওয়ার জন্য তিনি জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের নাম নিয়েছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে ওয়ারলি পুলিশ এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাকে মুম্বাইতে নিয়ে আসা হবে বলে তিনি জানিয়েছেন ।
গত ১৭ অক্টোবর হুমকির বার্তা পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। হুমকি বার্তায় বলা হয়,’সালমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণয়ের সাথে তার শত্রুতা শেষ করতে চান তবে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। যদি তিনি এটি না করেন তবে তার অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।’ তদন্ত শুরু হওয়ার পর ট্রাফিক পুলিশের হেল্পলাইনে একই নম্বর থেকে আরেকটি মেসেজ আসে। আগের বার্তাটি ভুলবশত পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে ।তদন্তের সময় পুলিশ জানতে পারে যে ঝাড়খণ্ডের একটি নম্বর থেকে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য সেখানে একটি দল পাঠানো হয় ।
প্রসঙ্গত,কৃষ্ণসার হরিণ শিকার করার পর থেকেই বিষ্ণোই সমাজের চক্ষুশূল সলমান খান । বিশেষ করে লরেন্স বিষ্ণোই অভিনেতা একটা নির্দিষ্ট মন্দিরে গিয়ে তাদের আরাধ্য দেবতার কাছে ক্ষমা না চাইলে প্রাণে মারার হুমকি দিয়ে রেখেছে । চলতি বছরের এপ্রিলে তার বান্দ্রার বাড়িতে গুলি চালানো হয়। সালমানকে হত্যার চেষ্টাকারী বন্দুকধারীরা পুলিশের হাতে ধরা পড়ে। সব মামলায় উঠে এসেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের নাম। গত ১৭ অক্টোবর, মুম্বাই পুলিশ, হরিয়ানা পুলিশের সাথে যৌথ অভিযানে বিষ্ণোই গ্যাং শুটার সুখাকে গ্রেপ্তার করে। তাকে নবি মুম্বাইয়ে নিয়ে আদালতে পেশ করা হয়। সালমানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে সুখার বিরুদ্ধে। সে বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার বলেও জানা গেছে। যদিও অভিনেতা জানিয়েছেন যে তিনি লরেন্সের ভয়ে কিছুতেই ক্ষমা চাইবেন না । তবে তিনি কড়া সুরক্ষা বলয়ের মধ্যে ঘোরাঘুরি করছেন এখন ।।