দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ মার্চ : ঘুমন্ত অবস্থায় এক বিধবা মহিলাকে এলোপাথাড়ি কোপানো হয় । তারপর তিনি মারা গেছেন মনে করে মহিলার গলায় গাঁদা ফুলের মালা পড়িয়ে পালিয়ে যায় হামলাকারী । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শ্রীপুর গ্রামে মাস তিনেক আগে ঘটে যাওয়া ওই ঘটনায় রাজু বাগদি (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে,মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরেই হামলা চালিয়েছিল ধৃত ব্যক্তি ।
জানা গেছে,আক্রান্ত মহিলার নাম ভানি বাগদি । বহু বছর আগেই তাঁর স্বামী মারা গেছেন । তাঁদের তিন মেয়ে । সকলেরই বিয়ে হয়ে গেছে । বাড়িতে একাই থাকেন ওই মহিলা । ঘটনার দিন রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে ঘুমতে চলে যান ভানিদেবী । ঘরের দরজা ভেজানো ছিল । গভীর রাতে তিনি যখন ঘুমে আচ্ছন্ন তখন তার উপর হামলার ঘটনাটি ঘটে । পরের দিন সকালে প্রতিবেশীরা মহিলাকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ভাতার থানায় খবর দেয় । পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখন থেকে প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় । কিন্তু অবস্থায় অবনতি হওয়ায় কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় মহিলাকে ।
জানা গেছে,এই ঘটনায় আক্রান্ত মহিলার ছন্দা সরকার এনিয়ে ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করেন । কিন্তু হামলাকারীর সন্ধান করতে পারেনি পুলিশ । শেষে কিছুটা সুস্থ হলে আক্রান্ত মহিলা নিজেই পুলিশের কাছে হামলাকারীর নাম বলে দেয় । শেষে বুধবার রাতে রাজু বাগদিকে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার ধৃতকে পাঠানো হয়েছে বর্ধমান আদালতে ।।