এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৩ এপ্রিল : মুর্শিদাবাদের ধুলিয়ানে হিন্দু গ্রামগুলিতে পানীয় জলে বিষ মেশানোর অভিযোগ উঠল নয়া ওয়াকফ আইন বিরোধীদের বিরুদ্ধে । একটা ভিডিও পোস্ট করে এই ববর্বরোচিত ঘটনা প্রকাশ্যে এনেছেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ।ভিডিওতে এক প্রৌঢ়াকে কাঁদতে কাঁদতে বলতে শোনা গেছে,’আজ দুপুরে ট্যাঙ্কের জলে বিষ মিশিয়ে দিয়েছে । কেউ জল খেতে পারছে না৷’ একজন বধূর কোলে ৫-৬ দিনের সদ্যজাত শিশুকেও দেখা যাচ্ছে । পরে ঘরছাড়া হিন্দুদের একটা দলকে নৌকায় উঠতে দেখা যায় । ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুকান্তবাবু লিখেছেন,’আমরা বারবার বলেছি, ধর্মান্ধ মৌলবাদী দানবদের এই হিংস্র তাণ্ডব কোনও নির্দিষ্ট আইনের বিরোধিতা করে নয়। পশ্চিমবঙ্গের নিরীহ বাঙালি হিন্দুদের উপর এই নারকীয় পৈশাচিকতা আদতে দীর্ঘ পরিকল্পনার ফসল! ইসলামী মৌলবাদীদের সন্ত্রাসের চূড়ান্ত বর্বরতায় একদিন যেভাবে ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ হিন্দুদের এপারে আসতে হয়েছিল উদ্বাস্তু হয়ে, আজকের মুর্শিদাবাদ তার আদর্শ প্রতিফলন।’
তিনি আরও লিখেছেন,’ধুলিয়ানের হিন্দুপ্রধান গ্রামগুলিতে পানীয় জলে বিষক্রিয়া থেকে শুরু করে হিন্দুদের উপাসনালয় ধ্বংস করা, নির্বিচারে হিন্দুদের খুন, মহিলাদের সম্ভ্রম নষ্ট করা এগুলো কি আদৌ আন্দোলনের অংশ? ব্যর্থ মূখ্যমন্ত্রী তাঁর স্বপ্নের ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর বরাত যাদের কাঁধে দিয়েছেন, তার শুরুটা আসলে মুর্শিদাবাদ থেকে হয়েছে। তোষণের সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের হিন্দুরা এখনই জাগরিত এবং সংগঠিত না হলে আগামীদিনে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলার এই জঘন্য চক্রান্ত প্রতিরোধ করা সম্ভব হবে না।’।