এইদিন স্পোর্টস নিউজ,০৭ জানুয়ারী : সৌদি আরবের রিয়াদে সোমবার (৬ জানুয়ারি) রাতে ইতালিয়ান সুপার কাপে মুখোমুখি হয়ে এসি মিলান ও ইন্টার মিলান। নাটকীয় প্রত্যাবর্তনের রাতে ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জেতেছে এসি মিলান।দারুণ এক ম্যাচে প্রথম হাফের বাড়ানো সময়ে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। বিরতি থেকেই ফিরেই আবারও গোল করে ইন্টার। ৪৭তম মিনিটে তারেমি গোল করেন ইন্টারের হয়ে। তবে এরপরই ঘুরে দাঁড়ায় এসি মিলান।
৫২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন থিও হার্নান্দেজ। তখনও কেউ ভাবতে পারেনি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে মিলান। তবে হয়েছে তাই। ৮০তম মিনিটে ম্যাচে সমতায় ফেরে মিলান। ডি-বক্সের ভেতরে থিও হার্নান্দেজের পাস থেকে গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিচ।আর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে উল্লাসে মেতে ওঠে এসি মিলান। রাফায়েল লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহাম।
মিলানের কাছে হারের ফলে প্রথম ক্লাব হিসেবে টানা চার সুপার কাপ জেতা হল না ইন্টারের। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান। সর্বোচ্চ ৯ বার জয়ের রেকর্ড জুভেন্টাসের।।