এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৭ আগস্ট : বাংলাদেশের মৌলবাদীদের কাছে সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তান হল আদর্শ । পাশাপাশি ওই সমস্ত মৌলবাদীরাই প্রতিমুহূর্তে ভারতকে গালাগালি করে । শেষ একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের পর ঢাকার রাস্তায় বাংলাদেশি মুসলিম মহিলা ও পুরুষদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে । আর এখন ভারতের ভিসা না পেয়ে সেই মৌলবাদীরাই বাংলাদেশের রাজধানী শহর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) সোমবার বিক্ষোভ দেখিয়েছে । বিক্ষোভ দেখানো হয়েছে সাতক্ষীরার ভিসা আবেদন কেন্দ্রেও । পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। এদিকে এই ঘটনার পর আইভিএসিতে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
জানা যায়,সোমবার সকালে প্রায় ৩০০-৪০০ জন বাংলাদেশি মৌলবাদী ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এসে জড়ো হয়েছিল । তারা হঠাৎ করে ‘ভারতের দালালরা সাবধান …. এক দফা এক দাবি – আমরা ভিসা চাই’ স্লোগান দিতে শুরু করে । হয়রানি করা হয় ভিসা আবেদন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মীদের ।
ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আবেদনকারীদের যাতে পুনরায় আবেদন করতে অসুবিধা না হয়, সেজন্য আমরা সকলের পাসপোর্ট ফেরত দিচ্ছিলাম। কিন্তু ঠিক তখনই বিক্ষোভ শুরু হয়।’ তিনি আরও বলেন, ‘এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে।’
তবে, ভারতীয় হাইকমিশন ইতিমধ্যেই সকল চিকিৎসা ভিসা মঞ্জুর করেছে এবং জরুরি ভিত্তিতে ভিসা প্রদানের কার্যক্রম চালু রয়েছে বলে জানান তিনি ।
প্রসঙ্গত,বাংলাদেশিদের ভিসা দেওয়ার প্রক্রিয়ায় লাগাম টেনে ধরেছে ভারত । ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রমও অনেক সীমিত করা হয়েছে । ফলে চিকিৎসা ও অন্যান্য কাজে ভারতে আসতে ইচ্ছুক বাংলাদেশী মৌলবাদীরা আর ভারতে আসতে পারছে না । সেই কারণে তারা ক্ষিপ্ত হয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেছে ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেনি।এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ।।