প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ ডিসেম্বর : সরকারী অফিসে কাজ মেটাতে যাওয়া মানুষ জনের সঙ্গে ভাল ব্যবহার করার কথা প্রতিটি প্রশাসনিক বৈঠকেই বলে থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর ঠিক উল্টো পথেই যেন হেঁটে চলেছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিএলআরও দিলীপ দেবনাথ।বিএলআরও অফিসে কাজ মেটাতে যাওয়া মানুষজনের সঙ্গে দুর্ব্যবহার করা ও গালিগালাজ করে কথা বলার অভিযোগ উঠেছে খোদ বিএলআরও-র বিরুদ্ধে।এমন বিএলআরও শাস্তির দাবি করে গণ স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র বুধবার জেলা শাসকের দপ্তরে জমা দিয়েছেন জামালপুরের বাসিন্দারা। বিএলআরও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও জেলা প্রশাসন অভিযোগের তদন্ত শুরু করেছে।
জেলাশাসক প্রিয়াংকা সিংলা বলেছেন,অভিযোগপত্র পেয়েছি । অভিযোগের তদন্ত করার জন্য অতিরিক্ত জেলাশাসক ( ভূমি) কে বলা হয়েছে। বিএলআরও কে শো-কজ করা হবে ।’ অতিরিক্ত জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়ে গিয়েছে ।
লিখিত অভিযোগে জামালপুরের বাসিন্দারা জানিয়েছেন,কোন কাজ মেটাতে তাঁরা বিএলআরও অফিসে গেলে তাঁদের বিএলআরও দিলীপ দেবনাথের দুর্ব্যবহার হজম করতে হয়। এমনকি বিএলআরও সরকারী অফিসে বসে গালিগালাজ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন । জামালপুর বিএলআরও অফিসে সরকারী পরিষেবা পাওয়াই এখন দুরহ হয়ে উঠেছে বলে বাসিন্দারা অভিযোগ করেছেন ।
অভিযোগ পত্রে স্বাক্ষরকারী জামালপুর চকদিঘী এলাকা নিবাসী কৃষ্ণ মণ্ডল বৃহস্পতিবার বলেন,’সরকারী আবাস যোজনার সার্ভের কাজ শুরুর সময় থেকে ব্লকের সাধারণ মানুষজন কেউ তাঁদের ভিটার হাল পর্চার জন্য,আবার কেউ জমির মিউটেশন করনোর জন্য বিএলআরও অফিসে যাওয়া শুরু করেন।কিন্তু পর্চা পাওয়া তো দূরের কথা ,উল্টে তাঁদের বিএলআরও-র দুর্ব্যব্যবহার, হুমকি ও গাঢ়িগালাজ হজম করতে হয় । কৃষ্ণ মণ্ডল তাঁর অভিযোগে আরও বলেন,সপ্তাহের বেশির ভাগ দিনই বিলআরও অফিসে থাকেন না। যে কদিন অফিসে থাকেন সেই দিন গুলিতে বিএলআরও শুধু সাধারণ মানুষের সঙ্গে গালিগালাজ করে কথা বলেন, এমনটা নয়।অফিসের অন্য আধিকারিক দের সঙ্গেও বিএলআরও উশৃঙ্খল ভাষায় কথা বলেন বলে কৃষ্ণ মণ্ডল অভিযোগে জানিয়েছেন । অপর অভিযোগকারী অশোক মাঝি ও ,সুব্রত পাল বলেন,’সরকারী অফিসে কাজ মেটাতে যাওয়া মানুষজনের সঙ্গে ভাল ব্যবহার করার কথা প্রতিটি প্রশাসনিক সভাতেই বলে থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর ঠিক উল্টোটাই করে দেখাচ্ছেন জামালপুর ব্লকের বিলআরও।’ এমন বিএলআরও-র যথাযথ শাস্তির দাবি করেছেন অভিযোগপত্রে স্বাক্ষরকারী জামালপুরের বাসিন্দারা ।
বিএলআরও জামালপুর দিলীপ দেবনাথ এদিন তাঁর দপ্তরে থাকলেও ছিলেন সেই একই মেজাজে । তাঁর বিরুদ্ধে জেলালাসকের দপ্তরে অভিযোগ জমা পড়ার কথা বলা হলে তিনি যদিও সব অভিযোগ অস্বীকার করেন । কারুর সাথে দুর্ব্যবহার করেননি বলে বিএলআরও দাবি করেন । তবে দপ্তরের অন্য কর্মীদের কানাঘুসো থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে চাপে পড়ে বিএলআরও এখন সংবাদ মাধ্যমকে মিথ্যা কথা বলছেন ।।