জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,২৯ এপ্রিল : প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির(এবিপিটিএ) বালুরঘাট সদর সার্কেলের সদস্যরা ৷ উত্তরবঙ্গে এমনিতেই দক্ষিণের মত গরম নেই । এমতাবস্থায় সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত স্কুল খোলা রাখার দাবিতে সরব প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ । শুধুমাত্র স্কুল বন্ধের নির্দেশিকা প্রত্যাহারই নয়,মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর দাবিতেও সরব হয়েছে শিক্ষক সংগঠন । এদিন বিকেলে প্রায় ৩০ মিনিটের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা ৷ অবিলম্বে প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশিকা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে তাঁরা হুঁশিয়ারিও দিয়েছেন । এদিনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল ।।