এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৭ জুলাই : বাড়ির সামনে পুকুরের জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভূম জেলার সিউড়ি থানার ছোট আলুন্দা গ্রামে । গ্রামবাসীদের অভিযোগ স্ত্রীর অবৈধ সম্পর্ক দেখে ফেলায় ওই যুবককে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে । মঙ্গলবার রাতে আলাউদ্দিন সেখ নামে ওই যুবককে পুকুরের জলে ভাসতে দেখে মৃতের স্ত্রীকে আটকে সিউড়ি থানার খবর দেয় প্রতিবেশীরা । কিন্তু ওইদিন পুলিশ না আসায় বুধবার সকাল থেকে গ্রামবাসীরা যুবকের বাড়ির সামনে পথ অবরোধ করে রাখেন । অবরোধকারীদের দাবি মৃতের স্ত্রী আরজিনা বিবিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাস করুক পুলিশ । দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ ৷ শেষে পুলিশ মৃতের স্ত্রীকে আটক করে নিয়ে গেলে অবরোধ তুলে নেওয়া হয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ছোট আলুন্দার বাসিন্দা আলাউদ্দিন সেখ । রাতের দিকে বাড়ীর কাছে একটি পুকুরে তাঁর মৃতদেহটি ভাসতে দেখা যায় । এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা আলাউদ্দিন সেখকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে তাঁর স্ত্রী আরজিনা বিবিকে আটকে রাখেন । খবর দেওয়া হয় সিউড়ি থানায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশকে বেশ কয়েকবার ফোন করা হলেছিল । কিন্তু পুলিশের দেখা মেলেনি ।
এদিন সকালে গ্রামবাসীরা সিউড়ি-সাঁইথিয়া সড়ক পথ অবরোধ শুরু করে দেয় । খবর পেয়ে পুলিশ এসে অবরোধ তুলে দেয় পাশাপাশি মৃতের স্ত্রী আরজিনা বিবিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । স্থানীয় গ্রামবাসী সেখ রাজু অভিযোগ, ‘ পাড়ারই এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল আরজিনা বিবি । মঙ্গলবার যথারীতি কাজে বেড়িয়ে গিয়েছিল আলাউদ্দিন সেখ । কিন্তু অল্প সময় পরেই সে বাড়ি ফিরে আসে । মনে হয় তখনই আলাউদ্দিন তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেছিল । তাই স্বামীর মুখ বন্ধ করতেই এই খুন করা হয়েছে। পুলিশ তদন্ত করলেই আসল সত্য সামনে আসবে ।’
অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে মৃতের স্ত্রী আরজিনা বিবি বলেন, ‘আমি আমার স্বামীকে খুন করিনি ।আমার স্বামীর মৃগী রোগ ছিল । তাই পুকুরে পড়ে গিয়ে হয়তো উনি মারা গেছেন ।’
পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।