এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ সেপ্টেম্বর : কয়লা পাচার কাণ্ডের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে তলব করেছিল ইডি । সেই কারনে রবিবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন অভিষেক । সোমবার তিনি দিল্লিতে ইডি-র দফতরে যাবেন বলে সুত্রের খবর । যদিও আগেই করোনা-আবহে মধ্যে দুই শিশুসন্তানকে নিয়ে দিল্লি যাওয়া নিরাপদ হবে না জানিয়ে ইডিকে চিঠি দিয়েছেন রুজিরা । কলকাতায় ইডির অফিসে হাজির হওয়ার জন্য তিনি আবেদন করেছেন ।
এদিকে এদিন বিকেলে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘আমি ১০ পয়সার দূর্নীতি করেছি প্রমাণ করতে পারলে ইডি বা সিবিআই দরকার হবে না । প্রকাশ্যে ফাঁসির মঞ্চে প্রাণ দিতে তৈরি আছি । আমি সমস্ত তদন্তের মুখোমুখি হতে রাজি।’ পাশাপাশি তিনি বিজেপিকে নিশানা করে বলেন , ‘রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে এখন প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে নেমেছে বিজেপি ।’
উল্লেখ্য,বেআইনি কয়লা পাচার মামলায় বেশ কয়েক মাস ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইসিএলের এক কর্তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সেই সঙ্গে এফআইআর করা হয়েছে কয়লা কাণ্ডের অন্যতম পাণ্ডা লালার বিরুদ্ধে । তাঁকে নোটিশও করেছিল সিবিআই । কিন্তু সিবিআইয়ের নোটিশ পাওয়ার পর থেকেই লালা ফেরার । তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে । পাশাপাশি এই মামলায় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্রকেও খুঁজছে সিবিআই ।তবে তাঁরও হদিশ পাননি গোয়েন্দারা । এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর, তাঁর স্বামী ও শ্বশুরকেও জিজ্ঞাসাবাদ করা হয় । এবার কয়লা পাচারকাণ্ডে সরাসরি ইডির জেরার মুখে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।।