এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১২ জানুয়ারী : তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি “গরীবের রক্তচুষে খায়” এবং তার পিসি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে “এক্স” করার তিন প্রতিজ্ঞা করলেন মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির। আসলে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় রোড শো করতে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি । তার আগে তিনি হুমায়ূনকে রাজনীতি ছেড়ে বাবরি মসজিদে ধর্মকর্ম নিয়েই থাকার পরামর্শ দেন । তার সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ সংবাদমাধ্যমকে হুমায়ুন বলেন, ‘অভিষেক ব্যানার্জীর আমাকে নিদান দেওয়ার আগে নিজের পিসিকে বলুক দিঘাতে যে ১০০ বিঘা সরকারি জায়গার উপর আমার আপনার ট্যাক্সের ৪০০ কোটি টাকা খরচ করে সাধের জগন্নাথ ধাম করেছে, সেখানে গিয়ে হরিনাম করুক । তাহলে আমি জেওপি-এর চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব এবং হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব ।’ এরপর তিনি বলেন,’আর উনি কোরানের কি জানেন ? উনি বলছেন কোরানে লেখা আছে গরীব মানুষকে দান করতে । ওর থেকে আমি বেশি জানি আর বেশি দান করি । আর ও তো গরীবের রক্তচুষে খায় । তার কোনো কথার জবাব আমার দেওয়ার নাই ।’
তিনি বলেন,’ওকে হুমায়ুন কবিরের খাঁড়ায় পড়ে মুর্শিদাবাদে রোড শো করতে আসতে হচ্ছে । বলেছিল ১৭ তারিখে বহরমপুরে সভা করব । সেটা নিচে নেমে এসে রোড শো হল। ওর যত হাজার লোক হবে, আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে,আর ১৯ তারিখে তার পালটা ওই বেলডাঙ্গায় আমি রোড শো করব । দেখব আম জনতা হুমায়ূন কবিরের সঙ্গে কত আছে নাকি সর্বভারতীয় না রাজ্য স্তরের নেতার পাশে আছে । তার কতটা লোক হয় আর হুমায়ূন কবিরের কত লোক হয় দেখব । ওপেন চ্যালেঞ্জ ।’ তিনি অভিষেকের পালটা রোড শোতে ১০ লাখ লোক জমায়েত করবেন বলে দাবি করে বলেন,’অভিষেক ব্যানার্জি মুর্শিদাবাদের যেখানে সভা করবে, তার পালটা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো । ওপেন চ্যালেঞ্জ ।’
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিশানা করেন হুমায়ুন কবির । তিনি বলেন,’মুখোশ খুলবো । আজ থেকে শুরু করলাম। আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো । আর এক্স করে দেবো । শুভেন্দু অধিকারী অনেক দিন থেকে বলছে না যে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব । আর ঐ ববি হাকিম যে চাটুকারি করছে এবং বলছে মমতা ব্যানার্জি ছবিটা না থাকলে নাকি কেউ ভোটে জিততে পারবে না । তা মমতা ব্যানার্জি নিজে কেন ১৯৫৬ ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিল ? ৭৮ টা আসন কেন হেরেছিল ? বিজেপির কাছে ৭৭ টায় হেরেছিল । আর নওশাদ সিদ্দিকী ভাঙরে জিতেছিল । তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো ২৯৪ টায় প্রার্থী দিয়েছিল, তা ৭৮ টায় কি করে হারলো ? এই জেলায় কি করে সাওনি হারলো ? কি করে নাড়ু হারলো ?’
তিনি জানান, মুর্শিদাবাদের ২০ টা আসনের মধ্যে ২ টি বিজেপি ও ১৮ টায় তৃণমূল জিতেছে গত নির্বাচনে । আগামী দিনে কুড়িটায় শূন্য এনে দেবো । আমি হুমায়ুন কবির বলছি । মুসলমানদের সাথে ছলচাতুরি করার চালাকি করা, পুলিশকে দিয়ে লরির কাছ থেকে টাকা তোলা, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, বীরভূম থেকে লরি আসছে আর মুর্শিদাবাদে পুলিশ ৯০০০ টাকা করে বিনা চালানে কিসের ট্যাক্স কাটছে ? কিসের টাকা তুলছে ? এভাবে টাকা তুলে তুমি সম্পদ বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী হয়েছো ? বুদ্ধ বাবুর মত হতে গেলে, জ্যোতি বাবুর মত হতে গেলে আরও সাতবার তোমায় জন্ম নিতে হবে । আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করব ।’ তিনি এটাও জানান যে আগামী বিধানসভার ভোটে তার দল সংখ্যাগরিষ্ঠ হলে বিজেপি ও তৃণমূলের সমর্থন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন।।

