এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ আগস্ট : কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু করেছে । বিহারে এসআইআর-এর কাজ সম্পুর্ণ । অন্তত ৬৫ লাখ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে খবর । পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এসআইআর- এর কাজ ৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জি হুঙ্কার দিয়েছেন যে তারা একটা নামও বাদ দিতে দেবেন না । মুখ্যমন্ত্রী তো ব্লক লেভেল অফিসারদের পর্যন্ত এই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন । অভিষেক ব্যানার্জি বলেছিলেন : ‘ক্ষমতা থাকলে একটা ভোটার কার্ড বাতিল করে দেখাক’ । কিন্তু এসআইআর-এর প্রাথমিক পর্বেই ৫০০ ভোটার কার্ড নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে বলে সংবাদমাধ্যমের খবর । কমিশন জানিয়েছে যে তারা সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী । তারা বিমানবন্দর, বনগাঁ-সহ একাধিক জায়গায় ঘাঁটি গেড়ে ছিল ।
প্রতিবেদন অনুযায়ী, ইমিগ্রেশন আধিকারিকরা তাদের চিহ্নিত করে কমিশনের কাছে তালিকা পাঠায় । এরপর কমিশন ওই ৫০০ ভোটার কার্ড বাতিল করে দেয় । আজ শুক্রবারও ২ জনের ভোটার কার্ড বাতিল করা হয়েছে বলে খবর । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে এরাজ্যে অন্তত ১ কোটি ২৫ লক্ষ রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটার কার্ড দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস । ওই বিপুল সংখ্যক ভোটব্যাংক হারানোর ভয়ে এখন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরা আতঙ্কে আছে বলে তিনি মন্তব্য করেছিলেন ।।