এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেরা থেকে বাঁচতে ‘সুপ্রীম রক্ষাকবচ’ পেলেন না অভিষেক ব্যানার্জি । কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট । এখন নিয়োগ দূর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জিকে জেরা করায় আর কোনো বাধাই রইল না ইডির । তবে আর্থিক জরিমানা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশ সোমবার খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত ।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নির্দেশ দিয়েছিল তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে অভিষেককে সিবিআই এবং ইডি জেরা করতে কোনো অসুবিধা নেই । পাশাপাশি অভিষেককে আর্থিক জরিমানাও করা হয় । কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ব্যানার্জি । এদিন সেই মামলার শুনানি হয় । আদালত তার রায়ে সাফ জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে হস্তক্ষেপ করা মানে তদন্ত বন্ধ করা । তাই কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনওরকম হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট । নিয়োগ দূর্নীতি মামলায় তদন্তকারী সংস্থাগুলি অভিষেককে জেরা করতেও পারবে বলে জানিয়েছে আদালত । ফলে সুপ্রিম কোর্টের এদিনের এই রায়ের পর চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড ।।