এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ ফেব্রুয়ারী : প্রাথমিক শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় গত ২১ ফেব্রুয়ারী কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই । সেই চার্জশিটে নাম রয়েছে জনৈক ‘অভিষেক ব্যানার্জি’র । আর এই নাম নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে । আজ বৃহস্পতিতে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে তারই জবাব দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি । তিনি সরাসরি সিবিআই এবং ইডিকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ‘সিবিআই বা ইডি যদি কোন ভাবে প্রমাণ দিতে পারে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোন দুর্নীতি হয়েছে তাহলে আপনাদের চার্জশিট দিতে হবে না, আমাকে ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন আমি মৃত্যুবরণ করবো । আজকে একই কথা বলছি । আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দিন ।’
প্রসঙ্গত,চার্জশিটে সিবিআই জানিয়েছে ২০১৭ সালে, ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে বৈঠকের এক ঘণ্টারও বেশি দৈর্ঘ্যের অডিয়ো ক্লিপের কথোপকথন তাদের হাতে এসেছে । সেই বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকার ভাগ বাটোয়ার বিষয়ে । তাতেই উঠে এসেছে জনৈক ‘অভিষেক ব্যানার্জি’র নাম । আজ সিবিআইয়ের ওই চার্জশিটের জবাবে অভিষেক ব্যানার্জি বলেন,’কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে । সিবিআই চার্জশিট দিয়েছে । ২৮ পাতার চার্জশিটের দু জায়গায় খালি আমার নামটা লিখেছে । তাও অভিষেক ব্যানার্জি কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে কোন পরিচয় নেই । বিজেপি নেতারা যেমন ভাববাচ্যে বাড়ছে কথা বলতো ইডি এবং সিবিআই এখন সেই ভাববাচ্যে কথা বলছে । এই ভয়টা দেখিয়ে আমার ভালো লেগেছে ।’
এদিন সংবাদ মাধ্যম কেউ এক হাত নেন অভিযোগ ব্যানার্জি । তিনি বলেন, ‘খবরে যা দেখবেন তার ১০০ টার ১০০ টাই মিথ্যা । কোন খবরের কথাই বিশ্বাস করবেন না । বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জি বিজেপিতে যাবে । আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বের হবে । আমি বেইমান নই । বাজারের ছড়িয়ে দেওয়া হচ্ছে । নতুন নতুন দল আসছে । বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদমাধ্যম আর দু’চারটে সাংবাদিক এই কাজটা করছে ।’।