দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ জুন : উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে তৃতীয় হলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা অভীক দাস । কাটোয়ার কাশীরামদাস বিদ্যায়তনের বিজ্ঞান বিভাগের ছাত্র অভীকের প্রাপ্ত নম্বর ৪৯৬ । অভীক বলেন,’আমার এই সাফল্যের পিছনে সব থেকে বেশি ভুমিকা আছে আমার বাবা মা এবং আমার শিক্ষকদের ।’ পাশাপাশি তিনি বলেন, ‘সকলের ইচ্ছা আমি চিকিৎসক হই । সেই লক্ষ্যেই আমি এগুচ্ছি ।’
কাটোয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়ার বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক শিবানন্দ দাসের একমাত্র সন্তান অভীক । অভিকের মা মানসী দাস গৃহবধু । ছোট থেকেই মেধাবী বলে পরিচিতি রয়েছে অভিকের । ২০২০ সালের মাধ্যমিকেও নজরকাড়া সাফল্য পেয়েছিলেন তিনি । যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছিলেন । শিবানন্দবাবু বলেন, ‘এযাবৎ স্মার্টফোন ব্যবহার করেনি আমার ছেলে ৷ ছেলের গল্পের বই পড়া নেশা । তবে সেটা অবসর সময়ে । সারাদিনে ১২ – ১৩ ঘন্টা করে পড়াশোনা করত ।’।