• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মহিষাসুরমর্দিনী নয়, বরাভয়দায়িনী রূপে পূজিতা হন কাইগ্রামের মা অভয়া

Eidin by Eidin
October 11, 2021
in রকমারি খবর
মহিষাসুরমর্দিনী নয়, বরাভয়দায়িনী রূপে পূজিতা হন কাইগ্রামের মা অভয়া
কাইগ্রামের দেবী অভয়া । মন্তেশ্বর । সোমবার ।
27
SHARES
381
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর,১১ অক্টোবর : দেবীর দুই পাশে নেই লক্ষী-সরস্বতী । নেই মহিষাসুর । নেই সিংহ । পদ্মাসনা দেবীর দু’পাশে রয়েছেন জয়া-বিজয়া । ঠিক তার নিচেই কার্তিক-গনেশ । দ্বিভূজা দেবীর বাম হাত বরাভয় মূদ্রায় । ডান হাত দিয়ে দান করছেন ধন সম্পদ । পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মামুদপুর-২ অঞ্চলের কাইগ্রামের দেবী অভয়া মহিষাসুরমর্দিনী নয়, বরাভয়দায়িনী রূপে আড়াই শতাধিক বছর ধরে পূজিতা হয়ে আসছেন । দেবী অভয়ার পূজো পারিবারিক ভাবে শুরু করা হলেও শতাধিকবর্ষ ধরে সার্বজনীন রূপ পেয়েছে এই পূজো । সোমবার ষষ্ঠীর দিন সকাল থেকেই নতুন পোশাক পরে অভয়ার মন্দিরে ভিড় জমাতে দেখা গেল গ্রামবাসীদের ।
জানা যায়, প্রায় ২৫২ বছর পূর্বে কাইগ্রামের মাসডাঙ্গা পাড়ার বাসিন্দা হরিপদ দত্ত নামে জনৈক এক সম্পন্ন ব্যাবসায়ী দেবী অভয়ার পূজোর সূচনা করেছিলেন । কলকাতায় হরিপদবাবুর আলকাতরা (coal tar) তৈরির কারখানা ছিল । এখনও দেশ জুড়ে খ্যাতি আছে ওই ব্রান্ডের আলকাতরার । হরিপদ বাবুর নামে কলকাতার রাসবিহারী বিধানসভা এলাকায় ‘হরিপদ দত্ত লেন’ নামকরনও করা হয়েছে ।

কাইগ্রামের দেবী অভয়া । মন্তেশ্বর । সোমবার ।


কাইগ্রামে হরিপদ দত্ত প্রতিষ্ঠিত দেবী অভয়ার পূজোর সূচনার পিছনে একটি কাহিনী প্রচলিত আছে । গ্রামবাসীরা জানান,শোনা যায় প্রথম দিকে হরিপদ দত্তর আর্থিক অবস্থা ভালো ছিল না । একদিন তিনি দেবীর স্বপ্নাদেশ পান । দেবীর নির্দেশ অনুযায়ী স্থানীয় খড়ি নদীতে ভেসে আসা একটি কাঠের পাটাতনের উপর দেবী নির্দেশিত মূর্তি নির্মান করে পূজো শুরু করেন । তারপর থেকেই দেবীর আশীর্বাদে আর্থিক শ্রীবৃদ্ধি হতে থাকে হরিপদবাবুর । দেবী অভয়ার সেবাইত বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পূর্ব পুরুষদের মুখে শুনে এসেছি হরিপদবাবু ব্যাবসায় যথেষ্ট নামডাক করলে এদিকে দেবী অভয়ার প্রতি বিশেষ নজর দিতেন না । ফলে দেবী ক্ষিপ্ত হয়ে একদিন হরিপদবাবুকে স্বপ্নাদেশ দিয়ে বলেন পূজো পরিচালনা করলেও হরিপদবাবু বা তাঁর বংশের কেউ তাঁর মুখ দর্শন করতে পারবেন না । মুখ দর্শন করলেই পরিবারে দুর্দৈব নেমে আসবে । সেই থেকে হরিপদবাবু বা তাঁর পরিবারের কেউ দেবীর মুখ দর্শন করতে পারতেন না ।’কাইগ্রামের দেবী অভয়া খুবই জাগ্রতা । দূর্গাপূজোর চারদিন ধরে দুরদুরান্ত থেকে শ্রদ্ধালুরা দেবীর পূজো দিতে আসেন বলে তিনি জানান ।
জানা যায়,খড়ি নদী থেকে হরিপদবাবুর সংগ্রহ করা পাটাতনেই এখনও দেবীর মূর্তি নির্মান করা হয় । প্রথমে একটি মাটির ঘরে দেবীর পূজো হত । পরে মাসডাঙ্গা পাড়ায় একটি পাকা মন্দির নির্মান করে দেন হরিপদ দত্ত । পাকা ঘর হলেও দেবীর নির্দেশ মত মাটির বেদির উপরেই দেবী মূর্তিকে রাখা হয় । দেবীর সেবাইত সমীর চক্রবর্তী জানান,ওই বেদিটি আসলে একটি পঞ্চমুন্ডির আসন । শোনা যায় বৃটিশ আমলে এক সাধক ওই আসনটি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন বলে তিনি জানান ।
দেবী অভয়ার অপর এক সেবাইত কুন্তল চক্রবর্তী বলেন, ‘সাত পুরুষ আগে মহেন্দ্র পন্ডিত নামে আমাদের বংশের এক পূর্বপুরুষ মায়ের ধ্যানমন্ত্র লিখে দিয়ে গিয়েছিলেন । আজও সেই মন্ত্রেই মায়ের পূজো হয় ।’পাশাপাশি তিনি জানান, দেবীপক্ষের শুরুতে প্রতিপদের দিন দেবীর ঘট আসে । ওইদিন চাল কুমড়ো বলি হয় । সপ্তমীর,নবমী ও দশমীর দিন চালকুমড়ো ও ঝিঙা বলিদান হয় । কেবল অষ্টমীর দিন ছাগবলি দেওয়া হয় । এছাড়া মাকে সিদ্ধি ভোগ দিতে হয় । পূজোর চারদিন ধরে গাওয়া গিয়ে ভাজা এক কেজি আড়াই’শ গ্রাম ময়দার ভোগ, ১ কেজি ২৫০ গ্রাম করে ছানা ও ক্ষীর ভোগ দেওয়া হয় মা’কে ।
দেবী অভয়ার সেবাইতরা জানিয়েছেন,হরিপদ দত্তর বংশধররা বহুকাল আগে থেকেই পূজো পরিচালনা করা ছেড়ে দিয়েছেন । গ্রামবাসীরাই দেবীর নিত্যসেবা ও বার্ষিক পূজো চালায় । প্রথম দিকে দু’এক বছর পূজোর খরচের জন্য টাকা পাঠাতেন হরিপদবাবুর বংশধররা । পরে সেটাও বন্ধ করে দেন । তারপর থেকেই কাইগ্রাম,রাউতগ্রাম,দুয়ারি, ব্রহ্মপূর প্রভৃতি গ্রামের শ্রদ্ধালুদের দানের অর্থে পূজো পরিচালনা হয় । বাৎসরিক পূজোর সময় অন্নভোগের আয়োজন করা হয় । আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০ হাজার শ্রদ্ধালু ভোগ গ্রহন করতে আসেন বলে জানা গেছে ।।

Previous Post

ক্যানেলের জলে স্নান করতে নেমে তলিয়ে গেলেন গৃহবধু

Next Post

ভাতারে প্রৌঢ়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার যুবক

Next Post
ভাতারে প্রৌঢ়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার যুবক

ভাতারে প্রৌঢ়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার যুবক

No Result
View All Result

Recent Posts

  • স্বামীকে ছেড়ে মুসলিম প্রেমিকের সাথে সংসার শুরু করেছিল হিন্দু তরুনী, এক মাসের মাথায় ধর্ষণ ও প্রতারণার মামলা
  • লিভ-ইন পার্টনার পুষ্পাকে খুন করে পা গলায় বেঁধে আবর্জনার ট্রাকে ফেলে দিল মহম্মদ শামসুদ্দিন
  • শুধুমাত্র জুন মাসেই ইরান থেকে ২,৩০,০০০ এরও বেশি আফগান অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে : আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
  • কুমিল্লায় গনধর্ষিতাকে মামলা তোলার জন্য চাপ, নির্যাতিতা বললেন : ‘অভিযুক্ত ফজর আলীকে ফাঁসি না দিলে আমি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হব’
  • ফের অভিনেতা নাসিরউদ্দিন শাহের পাকিস্তান প্রেম উথলে উঠল, হিন্দুত্ববাদীদের প্রতি বিষ উগরে দিয়ে বললেন : “কৈলাসে যাও”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.