এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জুলাই : সরকারি প্রাথমিক স্কুলের পাঠ্যপুস্তকে ‘ইসলামিকরণ’ ! আজ শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রমানসহ এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিষয়টি তিনি “পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার অন্তর্জলী যাত্রা” বলে মন্তব্য করেছেন ।
শুভেন্দু অধিকারী ৩১ প্রশ্ন-উত্তরের একটি পাতা পোস্ট করেছেন । তিনি জানিয়েছেন,সেটি কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ দ্বিতীয় সারসংক্ষেপ মূল্যায়ন ২০২৫-এর অংশ । যাতে চিহ্নিত করা প্রথম ৫ টি প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরা হল :
১। আব্বার ভাইকে কী বলে ?
উত্তরঃ চাচা বলে।
২। চাচার স্ত্রীকে কী বলে?
উত্তরঃ চাচি আম্মা বলে।
৩। আম্মার বোনকে কী বলে?
উত্তরঃ খালা আম্মা বলে।
৪। খালা আম্মার স্বামীকে কী বলে?
উত্তরঃ খালু বলে।
৫। ফুফু আম্মার স্বামীকে কী বলে?
উত্তরঃ ফুফা বলে।
প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা লিখেছেন,’এই প্রশ্ন-উত্তর গুলি কাঁথির কিশোর নগর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। প্রশ্ন-উত্তর পত্রটির এক থেকে পাঁচ ক্রমিক সংখ্যা অবধি করা প্রশ্ন-উত্তর গুলি ভালো করে লক্ষ্য করুন। এ রাজ্যে শিক্ষা ব্যবস্থার অবনতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে তা সহজেই বোধগম্য। তোষনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে ছোটো ছোটো বাচ্চাদেরও মগজ ধোলাই এর ব্যবস্থা করছে এই তোষণবাজ সরকারের শিক্ষা দফতর। এই ধরনের শিক্ষার পাঠ দিয়ে রাজ্যের প্রথমিক শিক্ষা দপ্তর শুধুমাত্র রাজ্যে তোষণের রাজনীতির বীজ রোপণ করছে তাই না, বাংলা ভাষারও দফারফা করে ছাড়ছে। এই তোষণবাজ সরকারের উদ্দেশ্যই হলো ভোট ব্যাংক রাজনীতির প্রভাব যেনো সমাজের সর্বস্তরের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এমনকি ছোট শিশুদের চেতনার মধ্যেও।’।

