এইদিন বিনোদনডেস্ক,২৯ আগস্ট : কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ‘তিলোত্তমা’র নৃশংস ধর্ষণ বা গণধর্ষণের পর হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না গোটা দেশ । এই হত্যাকাণ্ডের পর আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে । যদিও বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । তথ্য প্রমাণ লোপাটের মারাত্মক অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধেও । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠছে অপরাধীদের আড়াল করার চেষ্টার অভিযোগ । দেশের সর্বমহল থেকে এই ঘটনার বিরুদ্ধে আওয়াজ উঠছে । বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী একটি ভিডিও পোস্ট করে এই ভয়াবহ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন । বলিউডের সুপারস্টার গায়ক অরিজিৎ সিংও বিষয়টা নিয়ে একবার মুখ খুলেছিলেন এবং জানিয়েছিলেন রাস্তায় নেমে প্রতিবাদের বিষয়ে তার সমস্যার কথা । তবে অরিজিৎ সিং এখানেই থেমে থাকেননি । আর জি করের তিলোত্তমার নামে স্বরচিত মর্মস্পর্শী গান উৎসর্গ করলেন অরিজিৎ সিং । গানটির নাম দিয়েছেন, “আর কবে” ।
গানের লিরিক হল :-
জমছে এক পাহাড়, অসহ্য অবিচার
স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার
তাই যে নাইকো খেয়াল, পেছনেই দেয়াল
যে যেমন সে নিচ্ছি মেনে,নাম দিয়ে কপাল
কেউ মরন অকাল,কেউ ভয়ে কাতর
কেউবা নিরুপায় অসহায় হয়ে পাগল
আর কবে? আর কবে? আর কবে?
আর কবে কন্ঠশক্তি পাবে? আর কবে চিত্ত স্বাধীন হবে?
আর কবে আর কবে সিক্ত হবে হৃদয়?
আর কবে আর কবে শির উঠবে দাঁড়াবে ?
এ ব্যথা আমার নয় শুধু একার
বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার
লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান
করছি প্রার্থনা বিফল না যায় সেই বলিদান
আজ উঠুক জেগে সুপ্ত চেতনা
অন্ধকার হতে হোক না পথ চেনা
আর কবে আর কবে আর কবে
আর কবে চোখ মেলে তাকাবে ?
আর কবে সমব্যথী হবে ?
আর কবে হবে মনটা স্বাধীন ?
আর কবে ফের ঘুরে দাঁড়াবে ?
আর কবে আর কবে কন্ঠ শক্তি পাবে ?
আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে ?
আর কবে আর কবে সিক্ত হবে হৃদয় ?
আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে ?
আর কবে আর কবে আর কবে ?
ইউটিউবে পোস্ট করা গানের ভিডিও-এর সবশেষে লেখা ছিল “উই ওয়ান্ট এই জাস্টিস” । সমগ্র ভিডিওতে উপরের দিকে তোলা মুষ্টিবদ্ধ হাতের কবজিতে লেখা আছে “আর কবে” ।।
শুনুন অরইজিৎ সিং এর গান 👇