এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ ফেব্রুয়ারী : গ্রেফতারির ভয়ে চম্পট দিয়েছে আম আদমি পার্টির (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খান । দিল্লির জামিয়া নগরে পলাতক অপরাধী শাহবাজ খানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা চালায় বিধায়ক আমানতুল্লাহ খান তার দলবল । তিনজন পুলিশ কর্মী আহত হন । আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর । এই ঘটনায় তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রজু হয় । কিন্তু বেগতিক বুঝে চম্পট দেয় আমানতুল্লাহ । তাকে ধরতে একাধিক অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ।
আসলে কুখ্যাত আসামি শাহবাজ খানকে ধরতে দিল্লির জামিয়া নগরে তার বাড়িতে হানা দিয়েছিল পুলিশ । তাকে পাকড়াও করা হয় । কিন্তু এএপি বিধায়ক আমানতুল্লাহ খান তার দলবল নিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং অপরাধী শাহবাজকে মুক্ত করে পালিয়ে যেতে সাহায্য করে । দিল্লি পুলিশ এই মামলায় বিধায়ক আমানতুল্লাহ খান সহ অনেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। দিল্লি পুলিশের ডিসিপি রবি কুমার সিং বলেন,’২০১৮ সালের একটি মামলায় আদালত এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। তাকে গ্রেপ্তার করতে সেখানে গিয়েছিল ক্রাইম ব্রাঞ্চের দল। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন আমানতুল্লাহ তার সমর্থকদের নিয়ে সেখানে পৌঁছান এবং শাহবাজকে পালাতে সাহায্য করেন । এটি সরকারি কাজে বাধা দেওয়ার স্পষ্ট উদাহরণ।’একজন আহত পুলিশ কর্মকর্তা বলেন, আমানতুল্লাহর লোকেরা তাকে ঘিরে ধরে, তার উপর আক্রমণ করে এবং মারধর করে।
প্রসঙ্গত, আমানতুল্লাহ খান সম্প্রতি তৃতীয়বারের মতো ওখলা থেকে আম আদমি পার্টির বিধায়ক নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যেই অনেক গুরুতর অপরাধে মামলা দায়ের করা হয়েছে। তার ছেলেও একজন দাগি আসামি,তার বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা চলছে ।।