এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১২ মে : বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির মদনপুর খাদার(Madanpur Khadar) এবং ধীরসেন মার্গ(Dhirsen Marg) এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালাচ্ছিল দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (SDMC) । সেই সময় আদমি পার্টির ওখলার বিধায়ক আমানতুল্লাহ খান দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মদনপুর খাদারের কাঞ্চন কুঞ্জে গিয়ে দরিদ্রদের বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ তোলেন। পাশাপাশি তাঁকে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় । বিধায়ক সমর্থকরা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আমানতুল্লাহ খানকে আটক করে থানায় নিয়ে যায় । যদিও এদিন দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন মদনপুর খদর এবং ধীরসেন মার্গে এবং উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন রোহিণী এবং করোলবাগে অবৈধ উচ্ছেদ অভিযান চালায় ।
যদিও আমানতুল্লাহ খান দাবি করেছে, ‘এলাকায় একটিও জবরদখল নেই । গরিব মানুষের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে । আর গরিব মানুষের ঘর বাঁচানোর জন্য আমি জেলে যেতেও প্রস্তুত । আর যদি দখল থাকে তাহলে উচ্ছেদ অভিযানে আমি সহায়তা করব ।’
প্রসঙ্গত,দিল্লির তিনটি পৌর কর্পোরেশন দক্ষিণ, উত্তর এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বিজেপির দখলে । মূলত এই তিন এলাকায় বর্তমানে জবরদখল অভিযান চলছে বলে জানা গেছে ।।