এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ আগস্ট : ধৃত ইসলামি স্টেট সদস্য মহসিন আহমেদ খানকে নির্দোষ বললেন আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান । রবিবার দিল্লির বাটলা হাউসের জোহাবাই এক্সটেনশন থেকে মহসিন আহমেদ খানকে গ্রেফতার করে এনআইএ(ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) । তাঁর বিরুদ্ধে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার হয়ে ভারতে বিভিন্নভাবে প্রচার চালানো ও অর্থ সংগ্রহ করে সংগঠনের তহবিলে পাঠানোর মত গুরুতর অভিযোগ রয়েছে । তবে আম অরবিন্দ কেজরিওয়ালের আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান মহসিনকে নির্দোষ বলে দরাজ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন । এমনকি মহসিনের মুক্তির দাবিও করেছেন তিনি । তিনি টুইটারে লিখেছেন, ‘জামিয়ার ছাত্র মহসিনকে এনআইএ কর্তৃক গ্রেফতার করা সম্পূর্ণ ভুল এবং অসাংবিধানিক । বিজেপি ও আরএসএসের লোকেরা আইএসআইএসের নামে মুসলমানদের অপমান ও হয়রানি করার নতুন উপায় খুঁজে পেয়েছে, মহসিন নির্দোষ এবং কোনো অসামাজিক সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক নেই, মহসিনকে দ্রুত মুক্তি দেওয়া উচিত ।’
জানা গেছে,বিহারের পাটনায় বাড়ি মহসিন আহমেদ খানের । মহসিনরা তিন বোন ও এক ভাই । তাঁদের বাবা ভারতীয় রেলে চাকরি করেন । দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বর্ষের ছাত্র মহসিন । এনআইএ জানতে পেরেছে,মহসিন আহমেদ আইএসের একজন কট্টর ও সক্রিয় সদস্য । তিনি আইএসআইএসের জন্য তহবিল সংগ্রহ করছিলেন । ভারত ও বিদেশে ইসলামি স্টেটের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা ক্রিপ্টোকারেন্সি আকারে সিরিয়া ও অন্যান্য স্থানে পাঠাতো মহসিন ।
সিরিয়ায় আইএসআইএসের ৩৫ জন কমান্ডারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে এনআইএ । মহসিনের সহপাঠীরাই তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিল এনআইকে। তাঁদের মতে,মহসিন কলেজের অনেক ছাত্রকে ইসলামিক স্টেটের মতাদর্শে প্রভাবিত করার চেষ্টা করেছিল । এনআইএ-র অভিযানের সময় তাঁর বাড়িতে অসংখ্য সন্দেহজনক বস্তু পাওয়া যায় । কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের সঙ্গে এত প্রত্যক্ষ প্রমান থাকার পরেও “আপ” বিধায়ক আমানতুল্লাহ খান কেন মহসিন আহমেদ খানকে নির্দোষ প্রমান করতে মরিয়া হয়ে উঠলেন তা নিয়ে প্রশ্ন উঠছে । প্রশ্ন উঠছে আপ সুপ্রীমো অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকা নিয়েও । কারন মহসিন আহমেদকে নিয়ে দলীয় মতামত কি তা এদিন পর্যন্ত তিনি স্পষ্ট করেননি ।।