এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ সেপ্টেম্বর : দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা খেল আম আদমি পার্টি(আপ) । আপ নেতাদের দ্বারা এলজি ভিকে সাক্সেনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক পোস্ট অবিলম্বে ডিলিট করার নির্দেশ দিলেন বিচারক । প্রসঙ্গত,আপ নেতা নেতা অতীশি, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক, সঞ্জয় সিং এবং জেসমিন শাহ এলজিকে চোর ও দুর্নীতিবাজ অপবাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ।
ওই সমস্ত পোস্টে তাঁরা দাবি করেন,এলজি ভি কে সাক্সেনার বিরুদ্ধে ১৪০০ কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে । সাক্সেনা যখন খাদি গ্রামীণ শিল্পের চেয়ারম্যান ছিলেন, তখন তিনি নোট বাতিলের সময় কালো টাকাকে সাদা করেছিলেন । এছাড়া কর্মচারীদের বেতন নিয়েও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন আম আদমি পার্টির নেতারা ।
এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এবং জারি করা কথিত মিথ্যা এবং অবমাননাকর পোস্ট বা টুইট বা ভিডিওগুলি সরিয়ে ফেলার জন্য হাইকোর্টের দ্বারস্থ হন এলজি ভি কে সাক্সেনা । তিনি তার পাঁচ নেতার কাছ থেকে সুদসহ ২ কোটি টাকা ক্ষতিপূরণেরও দাবি করেছিলেন । ওই মামলার শুনানি হয় মঙ্গলবার । হাইকোর্ট তার অন্তর্বর্তী আদেশে এলজির বিরুদ্ধে কথিত মানহানিকর পোস্টগুলি ডিলিট করার নির্দেশ দিয়েছে ।।