সেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),২২ ফেব্রুয়ারী : ভাতারে ফের এক ব্যক্তির আধার বাতিলের চিঠি এলো । এবারে ভাতার থানার ওড়গ্রাম-১ নম্বর কলোনীর বাসিন্দা জয়গোবিন্দ সরকার (৩৯) নামে এক যুবকের আধার বাতিলের চিঠি আসার পর থেকে চরম আতঙ্কে দিন কাটছে ওই পরিবারটির । এর আগে ভাতার থানার রামচন্দ্রপুর-২ নম্বর কলোনির এক বাসিন্দার বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি আসে । ফলে নাগরিকত্ব হারানোর ভয়ে এলাকায় এখন চরম আতঙ্কে সৃষ্টি হয়েছে ।
জানা গেছে, ওড়গ্রাম-১ নম্বর কলোনীর হরি মন্দিরের পাশে বাড়ি জয়গোবিন্দ সরকারদের । তারা তিন ভাইবোন । বোনের বিয়ে হয়ে গেছে । বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা ও দুই ভাই । জয় গোবিন্দ ও তার ভাইয়েরা সকলে বিবাহিত । খালে বিলে মাছ ধরে বাজারে বিক্রি করে সেই উপার্জনে কোন রকমের সংসার চলে এই পরিবারটি ।
জয়গোবিন্দ সরকারদের বৃদ্ধ বাবা রঞ্জিত সরকার (৭২) বলেন,’আমার বাবা বাংলাদেশ থেকে উড়িষ্যায় চলে যান । সেখানেই আমরা বসবাস করতাম । বাবার মৃত্যুর পর আমার স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাতারের ওড়গ্রামে চলে আসি । এখানে প্রায় ৫০-৬০ বছর ধরে আমরা বসবাস করছি ।’ তিনি বলেন,’কিন্তু আমার বড় ছেলের আধার বাতিলের চিঠি আসার পর থেকেই আমরা এখন খুব আতঙ্কের মধ্যে আছি। এখন আর রেশন পাব না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারব না । সব বন্ধ হয়ে যাবে। রাতে ঘুম হচ্ছে না । শুনছি আরো অনেকজনারই চিঠি এসেছে ।’
রঞ্জিত সরকারের বৃদ্ধা স্ত্রী বলেন,’বাবা, আমরা আধার কার্ড নিয়ে খুব সমস্যায় পড়েছি। চার পাঁচ দিন আগে,যখন থেকে আমরা আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছি, সেদিন থেকে আমাদের ঘুম নাই । এখন আমরা টাকার লেনদেন করতে পারবো না। রেশনও পাবোনা। এই বয়সে আমরা কোথায় যাব? আমাদের ছেলে মেয়েরা এখানে সব পড়াশোনা করেছে, সার্টিফিকেটের সব এখানকারই ।’
জানা গেছে,জয়গোবিন্দ সরকারকে একই ভাবে দপ্তরের রাঁচির আঞ্চলিক অফিস থেকে পাঠানো ঐ চিঠিতে বলা হয়েছে,’যে আধার কার্ডটি আপনার নামে ইস্যু করা হয়েছিল সেটিতে আপনার ভারতে থাকার প্রয়োজনীয় শর্তগুলি নেই । এই কারনে ২০১৬, ২৮এ প্রবিধানের অধীনে আপনার কার্ডটিকে নিষ্ক্রিয় করা হয়েছে ।’ পাশাপাশি সমস্যার সমাধানের জন্য তাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) আঞ্চলিক অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ।।