এইদিন ওয়েবডেস্ক,খন্ডঘোষ(পূর্ব বর্ধমান),০৮ মার্চ :
পিঠে স্কুল ব্যাগ,হাতে আর একটি বাজারের ব্যাগ । ভিড়ের মধ্যে হনহন করে হেঁটে যাচ্ছে এক যুবক । দেখে বোঝার উপায় নেই যে পড়ুয়ার ছদ্মবেশে ওই যুবক আদপে চোলাই মদ পাচার করতে যাচ্ছে । পথচলতি মানুষকে ধোঁকা দিলেও পুলিশের চোখকে ধোঁকা দিতে পারেনি ওই যুবক । শেষে গোপন সুত্রে খবর পেয়ে ওই যুবককে আটকে তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম বাপন রুইদাস । তাঁর বাড়ি বাঁকুড়ার পাত্রসায়ের থানার তেরুল গ্ৰামে ।
জানা গেছে,সোমবার সন্ধ্যায় খন্ডঘোষের বেড়ুগ্ৰাম থেকে খাঁটিকা মোড়ের দিকে পায়ে হেঁটে পিঠে স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছিলো ওই যুবক । সেই সময় খন্ডঘোষ থানার পুলিশ গিয়ে ওই যুবককে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে । ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলায় তাঁর ব্যাগে তল্লাশি চালায় পুলিশ । তখন তাঁর ব্যাগ থেকে পলিথিনের প্যাকেট ভর্তি চোলাই মদ উদ্ধার হয় । মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় । পুলিশ জানিয়েছে,ধৃত যুবক কোথা থেকে মদ এনেছে ও কোথায় পাচার করতে যাচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।।