এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,০১ জানুয়ারী : বুধবার রাতে বাড়ির সামনের মাঠে বর্ষবরণের পিকনিক করার সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে গেলেন উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নব্যেন্দু ঘোষ (৩৭)। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় । তবে খুনের কারণ নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে ৷ রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিব শংকর রাজবাটি এই ঘটনা প্রসঙ্গে স্পষ্ট করে কিছু না জানাতে পারলেও তিনি মনে করছেন যে এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট পুলিশের এসওজি টিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় বাড়ির সামনের মাঠে পরিচিত লোকজনদের সঙ্গে বর্ষবরণের পিককনিক করছিলেন নব্যেন্দু ঘোষ । স্থানীয় লোকজন ছাড়াও বাইরের কিছু লোকজন ছিল বলে জানা গেছে । রাত সাড়ে ১২টা নাগাদ কেউ বা কারা নব্যেন্দু ঘোষকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় । গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । এরপরই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এদিকে বাড়ির ঠিক পাশেই একজন তৃণমূল নেতা খুন হয়ে যাওয়ায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।।

