এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,২১ জানুয়ারী : একের পর এক দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই), আয়কর দপ্তরের তদন্তকারী দল । আর এই সুযোগ কাজে লাগিয়ে ‘সেন্ট্রাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ’ নামে মনগড়া একটা কেন্দ্রীয় সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে বর্ধমানে ব্যবসায়ীদের কাছ থেকে উত্তর ২৪ পরগনার এক যুবক তোলাবাজি করছিল বলে অভিযোগ । অবশেষে এক ব্যবসায়ীর তৎপরতায় গ্রেফতার হল প্রতারক যুবক । শনিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম রঞ্জিত বসু। তার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোনাচন্দনপুর এলাকায় ।
জানা গেছে,শনিবার জামালপুর থানার আধাপুর এলাকার ব্যবসায়ী শেখ আবদুল কাশেমের কাছে হানা দিয়েছিল রঞ্জিত বসু। সে ৬০ হাজার টাকা দাবি করেছিল বলে দাবি ওই ব্যবসায়ীর । পরে ওই ব্যবসায়ীর কাছে খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে রঞ্জিতকে জেরা করে । তখন সে পুলিশকে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ । এরপর পুলিশ তাকে গ্রেফতার । আর কোনো ব্যবসায়ী ধৃত যুবকের প্রতারণার শিকার হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।