এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,২৫ জুলাই : এক যুবক তার বান্ধবীকে বিয়ে করার জন্য হুমকি দিয়ে বলে, “আমি তোমাকে ভালোবাসি। আমায় বিয়ে করো । নাহলে আমি তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেব।” এতে ক্ষুব্ধ হয়ে তরুণীর ভাই যুবকটিকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে । তেলেঙ্গানার মেদক জেলার শিবমপেট মণ্ডলের মুগদুমপুর গ্রামের ঘটনা ।
জানা গেছে,মেদক জেলার শিবমপেট মণ্ডলের মুগদুমপুর গ্রামের এক হিন্দু তরুণী এবং হায়দ্রাবাদের বোরাবান্দার মোহাম্মদ সাবিল (২১) বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন। মহম্মদ সাবিল তরুনীকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে । কিন্তু ভিন সম্প্রদায়ের হওয়ায় তরুনী তাকে বিয়ে করতে কিছুতেই রাজি হচ্ছিল না । তরুনীর পরিবারও চাইছিল না যে সাবিলের সঙ্গে তাদের মেয়ের বিয়ে হোক ।
কিন্তু মোহাম্মদ সাবিল তার প্রেমিকাকে হুমকি দিয়ে বলে,’আমি তোমাকে ভালোবাসি.. আমাকে বিয়ে করো.. নাহলে আমি তোমার নগ্ন ছবি প্রকাশ করে দেব।’ জানা গেছে,মেয়েটির পরিবারের সদস্যরা ওই সমস্ত অশ্লীল ভিডিও বা ছবি মুছে দেওয়ার জন্য সাবিলকে বারবার অনুরোধ করে । কিন্তু সে সেগুলি মুছে দিতে অস্বীকার করে । তরুণীর ভাই অপ্সর (৩৪) ও বারবার তাকে ছবিগুলি মুছে ফেলার জন্য অনুরোধ করেছিল । কিন্তু মোহাম্মদ সাবিল তার কথা শোনেনি ।
অপ্সর মনে করেন যে তার বোনের জীবনের বাধা চিরতরে দূর করা দরকার । এই বিষয়ে তিনি সাবিলকে কথা বলার জন্য মুগদুমপুরে ডেকে পাঠান । এরপর, তার বন্ধু সারোল্লা সন্তোষ (৩৯) সহ, সাবিলকে একটি গাড়িতে তুলে গ্রামের উপকণ্ঠে নিয়ে যান । সেখানে অপ্সর এবং সাবিলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে অপ্সর পাথর দিয়ে সাবিলের মাথায় আঘাত করে। পরে অপ্সর এবং সন্তোষ সেখান থেকে পালিয়ে যায়। এদিকে, মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এই ক্রমানুসারে, পুলিশ মামলা দায়ের করে তদন্ত করে অপ্সর এবং সন্তোষকে গ্রেপ্তার করে।।