এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ এপ্রিল : শষ্যগোলা বর্ধমান জেলায় বর্তমানে বোরো ধান কাটার মরশুম চলছে৷ জমির ধান গাছ কাটার পর তা ট্রাক্টরে চাপিয়ে খামারে নিয়ে আসছেন কৃষকরা । অথবা হার্ভেস্টর মেশিনে ধান ঝাড়াই করে সেই ধান ট্রাক্টরে ভর্তি করে তারা ঘরে তুলছেন । কিন্তু জমি থেকে ট্রাক্টর ও হার্ভেস্টর মেশিনের চাকায় উঠে আসা কাদার চ্যাঙড় জনবহুল সড়কপথে পড়ে থাকায় টোটো,বাইক ও বাইসাইকেল প্রভৃতি ছোট চাকার যানবাহনগুলি প্রায়ই ছোটো খাটো দুর্ঘটনার কবলে পড়ছে । তাই দুর্ঘটনা রোধ করতে সড়কপথে পড়ে থাকা কাদার চ্যাঙড় সরাতে উদ্যোগী হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর এলাকার বাসিন্দা শেখ আমির নামে এক ব্যক্তি ।
আজ বৃহস্পতিবার সকালে দেখা যায় কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে মুরাতপুরে বলগোনা-গুসকরা সড়কপথ থেকে কাদার চ্যাঙড় তুলে ফেলছেন আমির । জানা গেছে,মুরাতিপুর ও পার্শ্ববর্তী এরুয়ারে রয়েছে স্কুল,বিভিন্ন অফিস, ব্যাঙ্কসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান । বাসের পাশাপাশি টোটো, বাইক ও বাইসাইকেলে চড়ে যাতায়ত করে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা,সরকারি অফিস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ । আমির বলেন,রাস্তায় কাদার বড় বড় চ্যাঙড় পড়ে থাকায় বড় চাকার যানবাহনের তেমন কোনো সমস্যা না হলেও ছোটচাকার যানবাহনগুলি প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছে । তাই তাদের সুরক্ষার কথা ভেবেই আজ আমরা সড়কপথে কাদার চ্যাঙড় তুলে ফেলতে উদ্যোগী হয়েছি । পাশাপাশি এই বিষয়ে সাধারণ মানুষদের সচেতন করার চেষ্টাও করছি ।’ জমি থেকে ট্রাক্টর ও হার্ভেস্টর মেশিনের চাকায় উঠে আসা কাদার চ্যাঙড় সড়কপথে পড়া রোধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে আহ্বানও জানিয়েছেন ।
প্রসঙ্গত,মুরাতিপুরের বাসিন্দা শেখ আমির মূলত এলাকায় পশুপ্রেমী হিসাবে পরিচিত । তবে পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকেন । বিভিন্ন সম্প্রদায়ের উৎসবে তাকে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করতেও দেখা যায় ।।

