এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ জুন : অবলা পশু হত্যার আহ্বান জানানো সাংবাদিককে কদর্য ভাষায় আক্রমন করল নিজেকে সাংবাদিক দাবি করা এক মুসলিম তরুনী । ওই তরুনীর নাম কাবিশ আজিজ । আসলে অভয় প্রতাপ সিং নামে এক সাংবাদিক আহ্বান জানান,’বকরিদ আসতে চলেছে। রক্ত ঝরবে,অবলা জীব হত্যা করা হবে। এসব বন্ধ করতে হবে। ধর্মের নামে পশু জবাই করা ঠিক নয়। আসুন ছাগল বাঁচাই…আসুন ছাগল মুক্ত ঈদ উদযাপন করি…ছাগলের কেক কেটে পরিবেশ বান্ধব ঈদ উদযাপন করি ।’
এর উত্তরে একটি বড়সড় ছাগলের সাথে ছবি পোস্ট করে কাবিশ আজিজ লিখেছেন,’এটা টুইটার, তোমার বাপের বাগান নয়, যে যা খুশি লিখবে আর চলে যাবে । শোন,আমাদের ছাগল, আমাদের উৎসব, আমরা কোরবানি দেব, আমরা কিমা কলিজা, কাবাব, বিরিয়ানি খাব, কিন্তু আপনারা পুড়বেন…।’
শুধু তাইই নয়,এই বিতর্কের মাঝে শাইরিন খান নামে এক ইউজার্স কাবিশের প্রতি পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আপনি কেন এসএম-এ অবলা প্রাণী প্রদর্শনের প্রয়োজন বোধ করলেন ? তাদের দূরে রাখুন, দয়া করে ।’ উত্তরে কাবিশ আজিজ লেখেন,’কখনও কখনও এই বিদ্বেষীদের উত্তর হৃদয়ে শান্তি দেয় ।’ নিজেকে একজন সাংবাদিক দাবি করা কাবিশ আজিজের এই প্রকার বিদ্বেষমূলক মানসিকতায় সোশ্যাল মিডিয়ার নিন্দার ঝড় উঠেছে । মুসলিমদের পক্ষ থেকে তাকে সমর্থন করলেও হিন্দুরা এর নিন্দা করেছেন।
বীর নামে এক ইউজার্স লিখেছেন,’এই পৃথিবীর সবচেয়ে বড় অন্ধ ভক্ত বিদ্বেষী এবং বিষ ছড়ানো বিশ্বাসঘাতকরা অশিক্ষিতই থাকবে। এই অশিক্ষিত মানুষদের কিছুই হতে পারে না । দুষ্টতা, ধূর্ততা, মূর্খতা হল এই প্রতারক মহাপাপীদের কাজ, পরব্রহ্ম এই অসুরদের প্রজাতির শেষ নিশ্চিত করেছেন ।’
বিবেক পন্ডিত লিখেছেন,’মাংস খাওয়ার পর যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের হতে পারে, হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান। তারা কখনই পশুদের প্রতি ভালবাসা রাখতে পারে না। আপনি শুধু ভান করতে পারেন ।’।