এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,৩০ জানুয়ারী : বিগত দু’বছর ধরে লকডাউনের কারণে দ্রুত গতিতে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার । আর সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু সংখ্যক মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ,টেলিগ্রাম এবং অনান্য ডেটিং অ্যাপে প্রতারণার ফাঁদ পেতে বসেছে । কখনও অনলাইন ‘হনি ট্রাপে’ ফেলে তারা ব্লাকমেলিং করছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে । আবার কখনও ‘গভীর বন্ধুত্ব’-এর নামে প্রতারণার জাল ছড়িয়েছে এক শ্রেণীর মহিলা ও পুরুষ । ফের এমনই এক ঘটনা প্রকাশ্যে এল রাজধানী দিল্লি থেকে । নিজেকে বিদেশী বলে পরিচয় দেওয়া এক মহিলার পাতা ফাঁদে পড়ে ৩৪ হাজার টাকা খোয়াতে হল এক যুবককে । যদিও অভিযোগের ভিত্তিতে প্রতারক মহিলাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ।
সম্প্রতি দিল্লির তিলকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন কৃষ্ণপুরী এলাকার বাসিন্দা ধরম রাজ নামে এক যুবক । তিনি অভিযোগে জানিয়েছেন, এক মহিলা নিজেকে যুক্তরাজ্যের বাসিন্দা ও আমারা গুজরাল(Amara Gujral) বলে ফেসবুকে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে । বেশ কিছুদিন ধরে চলে কথোপকথন । তারপর একদিন ওই মহিলা জানায় যে তিনি শীঘ্রই দিল্লি যাবেন । এর ঠিক কয়েকদিন পরে মুম্বাই থেকে একটি ফোন আসে তাঁর মোবাইলে । মোবাইলের অন্য এক মহিলা নিজেকে কাস্টমস অফিসার বলে পরিচয় দেয় ।
অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন,ওই মহিলা তাঁকে জানায় গুজরালকে কিছু মূল্যবান জিনিসপত্রসহ বিমানবন্দরে আটক করা হয়েছে । তাঁকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ওই টাকা মেটানোর পরেই তাকে ছাড়া হবে । এই কথা শুনে তিনি একটি অ্যাকাউন্টে ৩৪ হাজার টাকা ট্রান্সফার করে দেন । আর তার অব্যবহিত পরেই তাঁকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় ওই মহিলা ।
জানা গেছে,অভিযোগ পেতেই মোবাইল ফোনের সুত্র ধরে ঘটনার তদন্তে নামে তিলকনগর থানার পুলিশ । তারপর বছর উনত্রিশের ওই মহিলাকে গ্রেফতার করা হয় । পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেছে যে,সে তাঁর আফ্রিকান প্রতিবেশীদের দেখে এমন প্রতারণা শুরু করেছিল । ফেসবুকে তাঁর লক্ষীখা চৌধুরী(Lakshikha Choudhry),অবনী চোপড়া (Avni Chopra),অবন্তিকা চোপড়া(Avantika Chopra),অনামিকা গুজরাল(Anamika Gujral) ও
এমিলি রোজ(Emily Rose)সহ একাধিক নামে অ্যাকাউন্ট আছে । আর ওই ফেসবুক অ্যাকাউন্টগুলির মাধ্যমে সে বিভিন্ন মানুষকে সে টার্গেট করত । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।