জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গলসি(পূর্ব বর্ধমান),০২ জুন : প্রচন্ড ভ্যাপসা গরম। চারপাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন। টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। হঠাৎ বিদ্যুতের ছোবল। তাতেই অকালে ঝরে গেলো এক তরতাজা যুবকের প্রাণ। সঙ্গে আহত হলো আরও তিন জন । বৃহস্পতিবার এই মর্মান্তিক দুঃখজনক ঘটনাটি ঘটে গলসী ২ নং ব্লকের গোহগ্রাম অঞ্চলের দাদপুর গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দাদপুর গ্রামের বাসিন্দা মনু দাস, রঞ্জিত মাজি, রতন প্রামাণিক ও বিশ্বজিৎ মণ্ডল নদীতে স্নান করতে যায়। মেঘের অবস্থা দেখে অনেকে নিষেধও করে। তারপর ঘটে যায় এই ঘটনা । খবর পেয়েই গ্রামবাসীরা চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনু দাসকে (৩০) মৃত বলে ঘোষণা করে। বাকিদের চিকিৎসা চলছে। প্রসঙ্গত মৃত মনু দাসের বিধবা মা, স্ত্রী ও দুই নাবালক সন্তান আছে।
গোহগ্রাম অঞ্চল যুব সভাপতি আশীষ চ্যাটার্জ্জী বললেন,’খুবই দুঃখজনক ঘটনা। মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তবে আমরা এই বিপদের দিনে শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি ।’।