এইদিন ওয়েবডেস্ক,কালনা(পূর্ব বর্ধমান),১৯ সেপ্টেম্বর : হঠাৎ একটা সাপ দ্রুত গতিতে মাটির বসত বাড়ির একটা ঘরে ঢুকে পড়ে । এদিকে বাইরে তখন আতঙ্কিত পরিবারের লোকজন চিৎকার শুরু করে দেয় । ভয় পেয়ে সাপটি ঘরের ইঁদুরের গর্তে ঢুকে পড়ে ৷ পরে অত্যন্ত দক্ষতার সঙ্গেই খালি হাতে সাপটি বের করে ধরে ফেলে যুবক । কিন্তু আশপাশের লোকজনের অনুরোধে কেরামতি দেখাতে গিয়ে ছোবল খেতে হল তাকে ৷ নদীয়া জেলার বাহির চড়া গ্রামের ঘটনা । মান্নান শেখ নামে ওই যুবক বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । যদিও সে বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
জানা গেছে,পেশায় কৃষক মান্নান শেখ ও তার ভাই মনিরুল শেখ পাশাপাশি বাড়িতে পৃথক সংসারে বসবাস করেন । উভয়েরই মাটির বাড়ি । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে । মান্নানের ভাগনা তেলোয়ার শেখ জানান, বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে হঠাৎ একটা গোখরো সাপ দ্রুত গতিতে মনিরুলের ঘরে ঢুকে পড়ে৷ ফলে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন । পরে মান্নান সাপটি ধরতে ঘরে ঢুকে দেখে সেটি একটা ইঁদুরের গর্তের মধ্যে চুপ করে বসে আছে । এরপর মান্নান প্রথমে সাবল দিয়ে খুঁড়ে গর্তের মুখ বড় করে সাপটি ধরে ফেলে৷ কিন্তু পরে সাপটি তাকে ছোবল মারে । দেখুন ভিডিও 👇
জানা গেছে,মান্নান শেখ সাপটির মাথা বাম হাতে এবং লেজ ডান হাতে ধরে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছিল তখন প্রতিবেশীরা নিজেদের স্মার্টফোনে ভিডিও রেকর্ড করার জন্য তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করে । মান্নান সাপটিকে যখন তুলে ধরে প্রদর্শন করছিল সেই সময় অসাবধানবশত তার বাম হাতে কামড়ে দেয় সাপটি । যদিও তখনো তিনি সাপটিকে চেপে ধরে থাকেন । এরপর সাপটি একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে কৌটোসহ মান্নানকে কালনা হাসপাতালে এনে ভর্তি করা হয় । হাসপাতালে ভর্তির সাথে সাথেই তাকে অ্যান্টিভেনম (Antivenom) দেওয়া হয় ।
খবর পেয়ে স্বর্গ বিশেষজ্ঞ শিবেন সরকার আপটিকে উদ্ধার করে নিয়ে যান । পরে তিনি বনদপ্তরের হাতে সাপটি তুলে দেন । শিবেনবাবু জানান, সাপটি ঠিকমত কামড় বসাতে না পারায় বেশি বিষ ঢালতে পারেনি । যেকারণে প্রাণে বেঁচে গেছেন ওই যুবক । জানা গেছে,মান্নান শেখের সাপ ধরার অল্পবিস্তর অভিজ্ঞতা রয়েছে । তবে এনিয়ে তার কোনো প্রশিক্ষণ নেওয়া নেই । এমনকি সাপ ধরার সময় তিনি কোনো প্রতিরক্ষা সামগ্রীও ব্যবহার করেন না । যা অত্যন্ত বিপজ্জনক অভ্যাস বলে মনে করছেন শিবেনবাবু ।।