এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,৩১ মে : পরনে বারমুডা প্যান্ট ও চেক গেঞ্জি । মাথায় বাঁধা গামছা । এক যুবক খালি পায়ে হনহন করে হেঁটে যাচ্ছে সড়ক পথ ধরে । কিন্তু পথচলতি মানুষের তার দু’হাতের দিকে চোখ পড়তেই শিহরিত হয়ে ওঠেন । কারন যুবকের ডান হাতে ধরা ছিল একটা রামদা । আর বাম হাতে এক মহিলার কাটা মাথা । মহিলার কাটা মাথার চুল ধরে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল যুবক । তখনও কাটা গলা থেকে রাস্তায় টপটপ করে পড়ছিল তাজা রক্ত । আজ শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর ভরতগড়ের এই হাড়হিম করা দৃশ্য দেখে শিহরিত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা । অনেকে সেই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে । যা এখন ব্যাপক ভাইরাল হয়েছে । ভিডিওতে ওই যুবককে একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রনাম করতে দেখা যায় । তারপর সে কিছু একটা শ্লোগান দিয়ে ফের সড়ক পথ ধরে হাঁটতে শুরু করে । যদিও খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ এসে রাস্তা থেকেই আটক করে থানায় নিয়ে যায় ।
যেটা জানা গেছে যে ঘাতক যুবকের নাম বিমল মণ্ডল । আর হতভাগ্য মৃত মহিলা হলেন তার বউদি সতী মণ্ডল । আজ সকালে গ্রামের পাশে মাঠে দু’জনকে দেখা যায় । কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় । সেই সময় বিমল তার হাতে থাকা রামদা দিয়ে বউদির গলায় সজোরে একটা কোপ বসিয়ে দেয় । রামদার কোপে মহিলার মাথা ধর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । এরপর ঘাতক দেবর কাটা মাথার চুল ধরে ঝুলিয়ে এবং হত্যায় ব্যবহৃত রামদা সাথে নিয়ে পায়ে হেঁটে থানার উদ্দেশ্যে রওনা হয় ।
পুলিশের প্রাথমিকভাবে অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে । যদিও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ ঘাতক যুবককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ।।

