এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৪ ডিসেম্বর : মালদায় প্রকাশ্য রাস্তায় দশম শ্রেণীর এক ছাত্রীর গলা কেটে পালিয়ে গেল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকাশ ছটা নাগাদ পুরাতন মালদা থানার অন্তর্গত সাহাপুর অঞ্চলের রায়পুর জোৎগোবিন্দ ঘাটপাড়া এলাকায় । আক্রান্ত ছাত্রী অষ্টমী সাহা(১৬) বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।এই ঘটনায় হামলাকারী যুবক সুরজ মন্ডলের (২২) বিরুদ্ধে বুধবার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্রীর বাবা উজ্জল সাহা ।
জানা গেছে,পেশায় গাড়িচালক উজ্জল সাহার মেয়ে অষ্টমী জোহরাতলার হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী৷ অন্যদিকে অভিযুক্ত যুবক সুরজ মন্ডল জোহরাতলা এলাকারই বাসিন্দা ৷ মেয়েটি স্কুল যাতায়াতের পথে সুরোজ তাকে প্রায়ই উত্ত্যক্ত করতে বলে অভিযোগ । আক্রান্ত মেয়েটির পরিবারের লোকজন জানিয়েছেন, সোমবার বিকাল প্রায় ৬ টা নাগাদ মেয়েটি যখন টিউশন পরে বাড়ি ফিরছিল সেই সময় সুরজ তার পথ আটকায় । মেয়েটি পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়ে যায় । সেই সময় সুরোজ পকেট থেকে একটি ধারালো ছুড়ি বের করে মেয়েটির গলা কেটে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । এরপর রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে ছুটে এসে জানায় যে সুরুজ তার গলা কেটে দিয়ে মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেছে । একথা বলার পরেই সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে ।
জানা গেছে, এরপর প্রতিবেশীদের সহযোগিতায় পরিবারের লোকজন মেয়েটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক । বুধবার গাড়ি চালক সংগঠনের প্রতিনিধিদের সাথে নিয়ে এই ঘটনায় সুরজ মন্ডল নামে ওই হামলাকারী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা উজ্জল সাহা। তিনি অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন । পাশাপাশি এলাকার মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।।

