এইদিন ওয়েবডেস্ক,ভাতারে(পূর্ব বর্ধমান),২৯ সেপ্টেম্বর : আজ মহাসপ্তমীর দিন পূজোর কেনাকাটা করতে এসে ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকার বাসিন্দা এক বাইক আরোহী যুবক । আহত যুবকের নাম শ্যামল বর্মন (৩৭)। তাঁর বাড়ি ভাতারের বামুনাড়া গ্রামে । দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে ভাতার কামারপাড়া ও বাদশাহী রোডের সংযোগস্থলে আলিনগর চৌরাস্তার মোড়ে। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে,শ্যামল বর্মন মোটর সাইকেল গ্যারেজ মালিক। আজ সকালে তিনি একটা রয়্যাল এনফিল্ড বাইকে চড়ে ভাতার বাজারে কেনাকাটা করতে আসছিলেন । ভাতার-কামারপাড়া রোড ধরে আসার সময় তিনি আলিনগর চৌরাস্তার মোড়ে আসতেই বাদশাহী রোডে বর্ধমান মুখে যাওয়া একটি বেপরোয়া গতির ট্যাঙ্কার তার বাইকে সজোরে ধাক্কা মারে । বাইকসহ তিনি ছিটকে পড়েন । গুরুতর আহত হন শ্যামলবাবু । পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে আনা হয়৷ কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে ।।