এইদিন ওয়েবডেস্ক,কেরালা,২৫ ডিসেম্বর : কেরালার কোঝিকোড়ের থামারাসেরিতে গর্ভবতী সঙ্গিনীকে ঘরে বন্দি রেখে অনাহারে ও ইস্ত্রি দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে শহীদ রহমান (Shahid Rahman) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের বাড়ি কোদানচেরির এলাকায় । পুলিশ জানিয়েছে যে শহীদ মদ্যপ অবস্থায় মহিলাকে বেশ কয়েকদিন ধরে ঘরে আটকে রেখে এবং খাবার না দিয়ে ইস্ত্রি দিয়ে গোটা শরীর পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। বিষয়টি প্রতিবেশীদের নজরে পড়লে অভিযুক্তের অনুপস্থিতিতে ওই মহিলাকে উদ্ধার করে । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কোঝিকোড় মেডিকেল কলেজে চিকিৎসাধীন মহিলা।
জানা গেছে,শহীদ রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর । বিগত এক বছর ধরে তিনি প্রেমিকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন । এক সপ্তাহ আগে তরুনীর মাকে মারধর করে বের করে দেয় শহীদ রহমান । তারপর সঙ্গীনীর উপর চলে অমানবিক নির্যাতন । বর্তমানে ওই তরুনী আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে ।
জানা যায়,অন্তঃসত্ত্বা অবস্থাতে একটি ঘরে তাকে বন্দি করে রেখেছিল শহীদ রহমান । বেশ কিছুদিন ধরে কিছুই খেতে দিচ্ছিল না । উলটে বাড়ি এসেই বৈদ্যুতিক ইস্ত্রি গরম করে তরুনীর পা থেকে গোটা শরীর পুড়িয়ে দিত । সেই সময় তরুনীর আর্ত চিৎকার প্রতিবেশীদের কানে যায়৷ একদিন সকালে শহীদ রহমান বাইরে বেরিয়ে গেলে প্রতিবেশীরা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং পুলিশকে খবর দেয় । পরে মহিলাকে কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে মহিলার শরীরের বিভিন্ন অংশ মারাত্মক ভাবে পুড়ে গেছে । জানা গেছে, মহিলার লিভ ইন পার্টনারকে কোডেনচেরি পুলিশ আগের দিনই একটি হামলার মামলায় হেফাজতে নিয়ে ছেড়ে দিয়েছিল ।।
