এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ এপ্রিল : মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলির হাতে শাসন ক্ষমতা চলে আসার পর চরম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশের । ব্যাপক হারে ঘুরছে ধর্ষণ, গনধর্ষণ ও লুটপাটের ঘটনা । আজ বুধবার ভোরে বাংলাদেশের চট্টগ্রামে এক তরুণীকে ধর্ষনের পর নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশে । ঘাতক মহম্মদ নাজিম ওই তরুনীর নিজের জ্যাঠার ছেলে । তরুণীর দাদু ও ঠাকুমা সম্ভ্রম বাঁচাতে গেলে তাদেরও গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় নাজিম । তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ রাসেল জানিয়েছেন, মেয়েটি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছ বাড়িয়া নয়াপাড়া এলাকায় তার দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন । ওই বাড়িতেই বুধবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে।ওই সময় তার দাদু ও ঠাকুমার গলা কেটে জখম করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
খুন হওয়া ১৮ বছর বয়সী মেয়েটির বাড়ি চন্দনাইশের কাঞ্চননগর এলাকার বাসিন্দা । অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন,’রাতে বাথরুমে যাওয়ার পর তাকে ধর্ষণ করে তার নাজিম নামে এক যুবক। বুঝতে পেরে তার দাদু ও ঠাকুমা বাধা দিতে গেলে তাদের গলা কেটে জখম করে ছেলেটি পালিয়ে যায়।’ নাজিম সম্পর্কে মেয়েটির মায়ের খুড়তুতো দাদা বলে পুলিশ জানতে পেরেছে।অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।মেয়েটির আহত দাদু ও ঠাকুমাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।